মাথার নাগালে ঘরবাড়ি
মাথার নাগালে ঘরবাড়ি লোপামুদ্রা কুন্ডু হৃৎপিণ্ড দুহাতে নিয়ে কতবার চুমু খেয়েছি তাকে তুমিও তো সব জান সুন্দর হৃদয়। দেখব বলে জানলার পাশে কোনোমতে উঠে বসে পড়েছি মেট্রোয়, ট্রামে, উঁচু উঁচু মানুষের মাথার নাগালে ঘরবাড়ি, সব ফেলে, প্রেমে অপ্রেমে কী মেয়েরাই আগে মরে যায়।
