ঝলমলে মোহনবাগান দিবস
শিখা দেব, কলকাতাঃ ঝলমলে মোহনবাগান দিবস। ঝলমলে মোহনবাগান দিবস। সারাদিন সমর্থকদের আনাগোনায় মুখর ছিল। আবেগে ভেসে গিয়েছিলেন সবাই। এ এক অনাবিল আনন্দের ছবি। ময়দানের গোষ্ঠ পালের মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা। তারপরে পতাকা উত্তোলন। বিকেলে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। সন্ধ্যায় মঞ্চে মোহন রত্ন শ্যাম থাপা, জীবনকৃতি সম্মানিত বলাই দে,সেরা ফুটবলার লিষ্টন কোলাসো ও কিয়ান নাসিরি … Read more