ঐতিহ্যবাহী গম্ভীরা উৎসব শুরু হয়েছে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   ভোটের মধ্যেই নিজেদের প্রাচীন লোক সংস্কৃতি, গম্ভীরায় মেতে উঠলেন পুরাতন মালদার বাচামারি এলাকার মানুষজন৷ গতকাল রাত থেকে এবারের গম্ভীরা উৎসব শুরু হয়েছে৷ ঐতিহ্যবাহী এই উৎসবের অন্যতম একটি ধারা মুখা নৃত্য।

আজ ভোরে সেই নৃত্যের তালে পা মিলিয়েই শুরু হয়। এক মাসের এই উৎসব প্রহর চালবে গোটা বৈশাখ ধরে৷
গম্ভীরা হল শিবের আরাধনা৷ তার অন্যতম অংশ চামুণ্ডা মুখা নৃত্য৷

আরও পড়ুন -  বিজেপির জয়জয়কারে বারাসাতে বিজয় উল্লাসে মাতলো, বারাসাত নেতা কর্মী-সমর্থকেরা

প্রতি বছর বৈশাখের দ্বিতীয় দিন রাতে মশাল নাচের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়৷ সূচনা উৎসব শেষ হয় চামুণ্ডা মুখা নৃত্যের মাধ্যমে৷ কালের নিয়মে এই লোক সংস্কৃতির অনেক ধারা বিলুপ্তপ্রায়৷ তার মধ্যেও গম্ভীরার প্রাচীন প্রথাকে বাঁচিয়ে রেখেছে পুরাতন মালদা ব্লকের বেশ কিছু এলাকা৷

বাচামারি তার মধ্যে অন্যতম৷ শনিবার ভোরে বাচামারি এলাকায় সেই মুখোশ মৃত্যে মেতে উঠেছিল আট থেকে আশি৷ এলাকার মানুষজন মনে করেন, এদিন মা চামুণ্ডার দুই রূপ, বুড়ি কালী ও চামুণ্ডা কালীর মিলনের দিন৷ পাশাপাশি দুই পাড়ায় থাকা দুই বোনের মন্দিরই এদিন সকাল থেকে ছিল সরগরম৷ দুই বোনের মিলন উৎসবের সাক্ষী হতে স্থানীয় মানুষজনের পাশাপাশি ভিড় করেছিলেন দূর থেকে আসা অনেকেও৷

আরও পড়ুন -  ভোট কেন্দ্রে এসে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এলাকার বাসিন্দা পঙ্কজ সরকার বলেন, বহুকাল আগে থেকেই বছরের এই দিনটিতে বুড়ি কালী ও চামুণ্ডা কালীর মিলন হয়ে আসছে৷ কোনও এক সময় দুই বোনের মুখোশই মহানন্দা থেকে উদ্ধার হয়েছিল৷ দেবীর আদেশেই বৈশাখের এই দিনটিতে দুই বোনের পুজো হয়ে থাকে৷ কবে থেকে এই পুজো হয়ে আসছে, তা জানা নেই৷ তবে পিতৃপুরুষদের মুখে শুনেছি, এই পুজো অন্তত সাড়ে চারশো বছর ধরে হয়ে আসছে৷

আরও পড়ুন -  রাস্তা আর পানীয় জলের বন্দোবস্ত না হলে কোনও ভোট নয়