২২ জওয়ান শহিদ হল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ২২ জওয়ান শহিদ হয়ে গিয়েছেন। আর মাওবাদীরা বিজাপুরের জঙ্গলে যেভাবে লড়ল এবং যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে হিদমার তথ্য দিয়ে ফাঁদে ফেলা হল জওয়ানদের।

হিদমার মাথার দাম ২৫ লক্ষ টাকা। তাঁকে ধরতে গিয়েই কার্যত মাওবাদীদের পাতা ফাঁদে পড়তে হল জওয়ানদের। জওয়ানরা পৌঁছানোর আগেই মাওবাদীদের বড় একটি দল ওঁত পেতে বসেছিল এবং দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে এসেছিল তারা।

আরও পড়ুন -  Kolkata Metro: মেট্রোতে ভ্রমণ করা আরও সহজ হয়েছে, এই দুর্দান্ত সুবিধাটি এখন বিভিন্ন স্টেশনের প্রতিটি স্টেশনে পাওয়া যাচ্ছে

তারা সেই লড়াই খুব কাছ থেকে চালানোর প্রশিক্ষণ এবং প্রস্তুতি নিয়ে রেখেছিল। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে লুকিয়ে রয়েছেন মাওবাদী (Maoist) শীর্ষ নেত্রী মাধবী হিদমা। সেই তথ্যের ভিত্তিতে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। ছবি – গুগল।

আরও পড়ুন -  Viral: বিয়ের আসরে বরের বদলে বউ হাঁটু গেড়ে বসে নিজেই বউয়ের গ্র্যান্ড এন্ট্রি