রৌদ্রতাপ উপেক্ষা করে ভোট প্রচারে ব্যাস্ত আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   প্রচন্ড রোদ উপেক্ষা করে ভোট প্রচারে ব্যাস্ত আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন দক্ষিণ বিধানসভার নাক্রাসোতা, ডিহিকা ও পুরুষোত্তমপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি।

আরও পড়ুন -  Besan Face Pack: বেসনের ফেস প্যাক, ত্বকের লাবণ্য উজ্জ্বল করে

এই এলাকা গুলোতে প্রচুর কর্মী সর্মথকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচারের সময় মাইকে খেলা হবে গান বাজতে লক্ষ্য করা যায়। শিল্পাঞ্চলে ক্রমশ বাড়তে শুরু করেছে রৌদ্রতাপ। তার সাথে সাথে চলছে বিভিন্ন রাজনৈতিক প্রার্থীদের ভোটের প্রচার।

আরও পড়ুন -  মানুষ আমাদের সাথে আছে, আমি সব সময় মানুষের পাশে ছিলামঃ প্রার্থী বিধান উপাধ্যায়