সারা ছুটির দিনে কি করেন ?

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ছুটির দিন মানেই ভিন্ন এক আমেজ। মানুষ নিজের মতো করে ছুটির দিনটি উপভোগ করেন। ঘুমিয়ে, বই পড়ে কিংবা সপ্তাহের জমে থাকা কাজ করে।

বিনোদন দুনিয়ার তারকারা ছুটির দিনে কীভাবে সময় কাটান? আদতে বাড়িতে খুব সাধারণভাবেই থাকেন তারকারা। যেমন বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান, ছুটির দিনে বই পড়তে বেশি ভালোবাসেন।

আরও পড়ুন -  Anjali Arora: বেরিয়ে আসছে স্তনযুগল, ডিপনেক পোশাকে নেটিজেনদের ঘুম উড়ল আবার, অঞ্জলি অরোরার নতুন লুকে

বই পড়ার সে রকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে অনুরাগীদের জানিয়েও দিলেন সে কথা। ছবিতে দেখা গেছে, লালচে নাইট স্যুট পরে শুয়ে বই পড়ছেন সারা। এককথায় ছুটির দিনে ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। সারার বাবা সাইফ আলী খানও বই পড়তে ভালোবাসেন। শর্মিলা ঠাকুরও একই বই পড়তে ভালোবাসেন। দিল্লির পাতৌদি প্যালেসে আলাদা লাইব্রেরি রয়েছে। পরিবারের সদস্যরা সেখানে অনেকটা সময় কাটান।

আরও পড়ুন -  ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধি - নিষেধ, লোকাল ট্রেন চালু করা হচ্ছে না

সদ্য মুম্বাইতে নতুন বাংলো তৈরি করিয়েছেন সাইফ, কারিনা, তৈমুর ও সদ্যোজাতকে নিয়ে তিনি এখন সেখানকারই বাসিন্দা। সেই বাংলোতেও নাকি নিজের পছন্দের বইতে লাইব্রেরি সাজিয়েছেন। ফলে সারার রক্তে রয়েছে বই পড়ার নেশা।

আরও পড়ুন -  যৌন আবেদনে ভরপুর নাচ, নোরা ও টেন্সেরের, দর্শকদের মন জয় করে নিয়েছেন