স্বাস্থ্য সুরক্ষার জন্য “শিওরাইট” অ্যা পের উদ্বোধন হল

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ
স্বাস্থ্য সুরক্ষায় নতুন পথের দিশা দেখাতে এইচপিএল-এর উদ্যোগে শিওরাইট
শুক্রবার ১৯শে মার্চ, কলকাতার বেঙ্গল ক্লাবে এস, কে, বাজরিয়া গুরুপ কোম্পানির অন্যতম অংশ এসেনশিয়ালি হেলদি প্রাইভেট লিমিটেড ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার জন্য “শিওরাইট” অ্যা পের উদ্বোধন করলেন। যার দ্বারা সহজেই মানুষের শরীরের স্বাস্থ্যর জন্য ঔষধ থেকে আরম্ভ করে হসপিটাল, ডাক্তার, এম্বুলেন্স এবং নার্সিং হোমে নেবার জন্য এম্বুলেন্স একটা ওয়েবসাইট যা হলো www.surite.in ব্যবহার করলেই আপনার চোখের সামনে চলে আসবে।

আরও পড়ুন -  Urfi Javed: ধার করে পোশাক পরতে হতো, চমকে যাবেন উর্ফির অতীত শুনলে

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলো কোম্পানির চীফ এক্সিকিউটিভ অফিসার মিস স্মিতা বাজিরিয়া, তিন জন ডাক্তার তারা হলেন, ডাঃ সি এস মুখার্জী, ডাঃ অমিত ঘোষ ও ডাঃ নন্দিনী রায় ওনারা ওনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করলেন। যদিও মিঃ বাজরিয়া চিকিৎসা খরচের কথা উল্লেখ করতে গিয়ে বললেন বর্তমানে হাই প্রোফাইল ও লো- প্রোফাই চিকিৎসক, হাসপাতাল ও নার্সিং হোম গুলির মধ্যে % ছাড় আবার প্যাকেজ প্রথার কথাও উল্লেখ করলেন, যেহেতু এটাও তো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান।

আরও পড়ুন -  IND vs PAK: সেরা একাদশ জানিয়ে দিলেন রোহিত শর্মা, পাকিস্তান বধের