33 C
Kolkata
Sunday, June 2, 2024

পুলিশ এর গাড়ির সাথে মোটরসাইকেল ধাক্কায় মৃত এক ও আহত এক

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পুলিশ এর গাড়ির সাথে মোটরসাইকেল ধাক্কায় মৃত এক ও আহত এক। সেই ক্ষোভে পুলিশ গাড়ি ভাঙ্গচুর, সাথে দক্ষিণ থানার সামনে বিক্ষোভ স্থানীয়দের। আসানসোলে পুলিশের গাড়ি ও মটর বাইকের ধাক্কা। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার এলাকায়। সোমবার রাত ১০টা ৩০মিনিট নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ গাড়ির সাথে মটর বাইকের ধাক্কা লাগে। আহত হয় দুজন। তাদের পুলিশ উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষনা করে। এর পরে পুলিশের গাড়িতে ভাংচুর করা হয় বলে অভিযোগ। আসানসোল নুরুদ্দিন রোড বাসিন্দা বছর ২৬ র বিকাশ ঘোষ মৃত এবং সুকান্ত ময়দানে বছর ২৩ এর ওম তিওয়ারি আসানসোল জেলা হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি।

আরও পড়ুন -  প্রতিবাদ করায় আক্রান্ত এক চা বিক্রেতা, করোনার সময় চায়ের দোকানে বসে মাঝে মধ্যেই আড্ডা

Latest News

VIDEO: মেট্রো এবং ট্রেনের পর এবার রিল ভাইরাল এয়ারপোর্টে, ভিডিও করল এই ভাবে এই মহিলা

VIDEO: মেট্রো এবং ট্রেনের পর এবার রিল ভাইরাল এয়ারপোর্টে, ভিডিও করল এই ভাবে এই মহিলা।  দিনেদিনে এই নেশা বাড়ছে সোশাল...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img