খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল ২ দিনের বিশেষ অনুষ্ঠান – “জয় হিন্দ পেক্স – ২০২১” আয়োজন করেছে। কলকাতা জিপিও-র রোটান্ডা হলে ২ দিনের এই ডাক টিকিট প্রদর্শনী চলছে। ডাক বিভাগের সচিব শ্রী পি. কে বিসোই এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল শ্রী মার্ভিন আলেকজান্ডার সহ বিশিষ্ট ডাক টিকিট সংগ্রহকারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে জয় হিন্দ ডাক টিকিটের গোল্ডেল রেপ্লিকা প্রকাশিত হয়েছে। ১৯৪৭ সালে এটি প্রকাশিত হয়। ডাক বিভাগ, সুন্দরবনের মধু ও মোম সংগ্রহকারীদের বছর জুড়ে পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ তাদের নিয়ে একটি বিশেষ ডাক টিকিট প্রকাশ করেছে। ডাক টিকিট সংগ্রহকে উৎসাহ দিতে কলকাতা ফিলাটেলিক ক্লাব গড়ে তোলা হয়েছে, যেখানে বিপুল ডাক টিকিটের সম্ভার দেখা যাবে। আগামীকাল প্রদর্শনী শেষ হবে। সূত্র – পিআইবি।