হঠাৎ করেই শুরু হয়ে গেছে খোঁজ—ভোটার তালিকায় আপনার নাম ঠিকঠাক আছে তো? রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) পর্ব শেষ হওয়ার পর খসড়া ভোটার তালিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী এনুমারেশন পর্ব শেষ হয়েছে ১১ ডিসেম্বর। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, মঙ্গলবার সকাল থেকেই অনেকেই খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম দেখতে পাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কার নাম রয়েছে, আর কার নাম বাদ পড়ল?
খসড়া ভোটার তালিকা যাচাই করার জন্য রয়েছে দু’টি পথ—অফলাইন এবং অনলাইন। যাঁরা অফলাইনে জানতে চান, তাঁরা নিজেদের এলাকার বিএলও (Booth Level Officer)-র কাছে গিয়ে খসড়া তালিকার হার্ড কপি দেখে নিতে পারেন। সংশ্লিষ্ট বুথের ভোটাররা সেখানে যাচাই করতে পারবেন, এনুমারেশনের পর তাঁদের নাম তালিকায় উঠেছে কি না। একই তালিকা থাকবে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-দের কাছেও। পাশাপাশি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর স্বীকৃত রাজনৈতিক দলগুলিকেও খসড়া তালিকার সফট কপি দেবে বলে জানা যাচ্ছে।
যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ, তাঁরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে নাম যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in অথবা সিইও ওয়েস্ট বেঙ্গলের ceowestbengal.wb.gov.in-এ গিয়ে খসড়া ভোটার তালিকায় নিজের নাম আছে কি না জানা যাবে।
eci.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Search Your Name in E-Roll’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এপিক নম্বর লিখে রাজ্যের নাম নির্বাচন করে ক্যাপচা কোড দিয়ে সার্চ করলেই সামনে চলে আসবে সমস্ত তথ্য। নাম থাকলে ভোটারের নাম, বয়স, লিঙ্গ, এপিক নম্বর, বিধানসভা কেন্দ্র, পোলিং বুথের তথ্য-সহ একটি পিডিএফ ডাউনলোড করা যাবে।
যদি খসড়া ভোটার তালিকায় কারও নাম না থাকে, তাহলে তাঁকে ফর্ম ৬ পূরণ করে আবেদন করতে হবে। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী শুনানির জন্য অপেক্ষা করতে হবে।
এছাড়াও, যাঁদের নাম ২০২৫ সালের তালিকায় ছিল কিন্তু খসড়ায় নেই, তাঁদের নাম জানতে ceowestbengal.wb.gov.in/asd_sir লিঙ্কে গিয়ে যাচাই করা যাবে।
১. খসড়া ভোটার তালিকা কী?
এটি ভোটার তালিকার প্রাথমিক সংস্করণ, যেখানে এনুমারেশনের পর নাম অন্তর্ভুক্ত করা হয়।
২. অনলাইনে নাম যাচাই করতে কী লাগবে?
এপিক নম্বর এবং ক্যাপচা কোড থাকলেই নাম দেখা যাবে।
৩. অফলাইনে কোথায় খসড়া তালিকা পাওয়া যাবে?
নিজের এলাকার বিএলও বা বুথ লেভেল এজেন্টদের কাছে।
৪. নাম না থাকলে কী করতে হবে?
ফর্ম ৬ পূরণ করে আবেদন জানাতে হবে।
৫. বাদ পড়া ভোটারদের তালিকা কোথায় দেখা যাবে?
ceowestbengal.wb.gov.in/asd_sir ওয়েবসাইটে।

