ভোটার তালিকার খসড়া প্রকাশের আগে বড় তথ্য সামনে আনল কমিশন

Published By: Khabar India Online | Published On:

আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি, তবে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় তৈরি হওয়া খসড়া তালিকা ইতিমধ্যেই বুথস্তরের আধিকারিকদের ব্যবহৃত বিএলও অ্যাপে দেখা যাচ্ছে। যদিও সাধারণ মানুষের জন্য এই তালিকা প্রকাশ হবে মঙ্গলবার।

নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর প্রত্যেক ভোটারকে নিজের নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যাচাই করা যাবে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করে, ‘ইসিআইনেট’ মোবাইল অ্যাপের মাধ্যমে, কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট অথবা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর ওয়েবসাইট থেকে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিএলও অ্যাপে বুথভিত্তিক ভোটার তালিকা দেখা যাচ্ছে। যাঁরা শুধু এনুমারেশন ফর্মে সই করে জমা দিয়েছেন, তাঁদের নামও খসড়া তালিকায় রাখা হয়েছে। তবে মৃত, নিখোঁজ, অন্যত্র স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়াও যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি এবং ভোটার হিসেবে থাকতে চান না, তাঁদের নামও তালিকায় নেই। কমিশনের হিসাবে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে ২৪ লক্ষের বেশি মৃত ভোটার এবং প্রায় ২০ লক্ষ স্থানান্তরিত ভোটারের নাম রয়েছে। সব বাদ দিয়ে ৭ কোটি ৮ লক্ষের বেশি নাম খসড়া তালিকায় ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে।

খসড়া তালিকা প্রকাশের পরে অনেক ভোটারকে কমিশনের শুনানিতে ডাকা হতে পারে। সেই শুনানির ভিত্তিতেই চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

 প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: খসড়া ভোটার তালিকা কবে প্রকাশ হবে?
উত্তর: সাধারণ মানুষের জন্য খসড়া তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে।

প্রশ্ন ২: খসড়া তালিকায় নাম কীভাবে যাচাই করবেন?
উত্তর: বিএলও, ইসিআইনেট অ্যাপ, নির্বাচন কমিশন ও সিইও-র ওয়েবসাইটে যাচাই করা যাবে।

প্রশ্ন ৩: কারা তালিকা থেকে বাদ পড়েছেন?
উত্তর: মৃত, নিখোঁজ, স্থানান্তরিত, ভুয়ো এবং ফর্ম পূরণ না করা ভোটাররা।

প্রশ্ন ৪: মোট কতজনের নাম বাদ গেছে?
উত্তর: প্রায় ৫৮ লক্ষ ২০ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়েছে।

প্রশ্ন ৫: খসড়া তালিকার পরে কী হবে?
উত্তর: শুনানি শেষে সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।