খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হতে চলেছে রাজ্যে নতুন ভোটারের নাম তোলার গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিমধ্যেই ইনিউমারেশন পর্ব শেষ হওয়ায় নির্বাচন কমিশন জোরকদমে খসড়া তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
কমিশন সূত্রে খবর, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই দিনের পর থেকেই ভোটার তালিকায় নতুন নাম তোলার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইতিমধ্যে ফর্ম ৬ জমা পড়েছে প্রায় ৩ লক্ষ ২২ হাজার ২১২টি, যা খসড়া তালিকা প্রকাশের পর যাচাই করা হবে।
উল্লেখ্য, এসআইআর বিজ্ঞপ্তি জারির পর ভোটার তালিকা সাময়িকভাবে ‘ফ্রিজ’ করা হয়েছিল। প্রথমে সিদ্ধান্ত ছিল, এসআইআর চলাকালীন জমা পড়া আবেদনগুলির নাম খসড়া তালিকাতেই অন্তর্ভুক্ত হবে। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় ফর্ম ৬-এর প্রক্রিয়াকরণ স্থগিত রাখা হয়। এখন খসড়া তালিকা প্রকাশের পরই সেই আবেদনগুলি খতিয়ে দেখার কাজ শুরু হবে।
নতুন ভোটাররা খসড়া তালিকা প্রকাশের দিন থেকেই অফলাইন ও অনলাইন—দুই পদ্ধতিতেই ফর্ম ৬ পূরণ করে আবেদন করতে পারবেন। কমিশনের নির্ধারিত নিয়ম মেনে বিডিও অফিস, এসডিও অফিস বা জেলাশাসকের দপ্তরে ফর্ম জমা দেওয়া যাবে। ফেব্রুয়ারি মাসে প্রকাশিত চূড়ান্ত তালিকায় যাচাই সম্পন্ন হওয়া নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত হবে।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি, প্রায় ৪৭,৮১০টি ফর্ম জমা পড়েছে। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে জমা পড়েছে ৪৪,৩১৫টি আবেদন। সীমান্তবর্তী জেলা মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়াতেও উল্লেখযোগ্য সংখ্যক ফর্ম জমা হয়েছে।
এদিকে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করার কাজ চলার পাশাপাশি বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য ও কেন্দ্রের ২২টি এজেন্সির সঙ্গে বৈঠক করেছেন। ভোটের আগে নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই প্রস্তুতি বৈঠক বলে জানা যাচ্ছে।
1. কবে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে?
১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
2. নতুন ভোটাররা কবে থেকে আবেদন করতে পারবেন?
খসড়া তালিকা প্রকাশের দিন থেকেই ফর্ম ৬ পূরণ করে আবেদন করা যাবে।
3. ইতিমধ্যে জমা পড়া ফর্মগুলির কী হবে?
মোট ৩ লক্ষ ২২ হাজার ২১২টি জমা পড়া ফর্ম খসড়া তালিকার পর যাচাই করা হবে।
4. কোথায় ফর্ম ৬ জমা দেওয়া যাবে?
বিডিও, এসডিও অফিস ও জেলাশাসকের দপ্তরে অফলাইনে ফর্ম জমা দেওয়া যাবে।
5. নতুন ভোটারদের নাম কবে চূড়ান্ত তালিকায় থাকবে?
ফেব্রুয়ারি মাসে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে।

