বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম, এবার সরাসরি মেট্রো! নিত্যযাত্রীদের বড় সুখবর

Published By: Khabar India Online | Published On:

নিত্যযাত্রীদের দৈনন্দিন যাত্রাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। শহরের ব্যস্ততম রুটগুলির মধ্যে একটি, জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত এবার সরাসরি মেট্রো পরিষেবা চালু হতে চলেছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই সরাসরি পরিষেবা শুরু হবে। মূলত সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে বিমানবন্দরমুখী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন দু’টি সরাসরি মেট্রো চলবে এই রুটে। একটি ট্রেন ছাড়বে সকাল ৯টা ৩৬ মিনিটে এবং অন্যটি রাত ৯টায়। ফলে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে যাত্রা করা যাত্রীরা আর নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদলানোর ঝামেলা ছাড়াই এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার কিংবা শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পৌঁছতে পারবেন।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই পরীক্ষামূলক পরিষেবার মাধ্যমে বিমানবন্দর থেকে শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত আরও নির্বিঘ্ন ও সময়সাশ্রয়ী হবে।

উল্লেখ্য, গত ২২ অগস্ট নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুটের উদ্বোধন হয় এবং ২৫ অগস্ট থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন ইতিমধ্যেই ইয়েলো লাইনের একটি গুরুত্বপূর্ণ জংশন হিসেবে উঠে এসেছে, যা বহু নিত্যযাত্রীর যাতায়াতকে সহজ করেছে।

প্রশ্ন 1: বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম সরাসরি মেট্রো কবে থেকে চালু হচ্ছে?
উত্তর: ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু হবে।

প্রশ্ন 2: প্রতিদিন কতটি সরাসরি মেট্রো চলবে?
উত্তর: সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন দু’টি সরাসরি মেট্রো চলবে।

প্রশ্ন 3: ট্রেন বদলানোর প্রয়োজন হবে কি?
উত্তর: না, এই পরিষেবায় নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদলাতে হবে না।

প্রশ্ন 4: ট্রেনের সময়সূচি কী?
উত্তর: একটি ট্রেন সকাল ৯টা ৩৬ মিনিটে এবং অন্যটি রাত ৯টায় ছাড়বে।

প্রশ্ন 5: এই পরিষেবা কি স্থায়ীভাবে চালু হবে?
উত্তর: আপাতত এটি পরীক্ষামূলক পরিষেবা, পরে সিদ্ধান্ত নেওয়া হবে।