মার্কিন কৃষিপণ্যের বড় ভরসা এখন ভারত! আলোচনায় নতুন সম্ভাবনার দোরগোড়ায় দুই দেশ

Published By: Khabar India Online | Published On:

আন্তর্জাতিক বাণিজ্যের অন্দরে চলছে নীরব টানাপোড়েন, আর তার মাঝেই সামনে এল এক বড় তথ্য—ভারতই নাকি মার্কিন কৃষিপণ্যের জন্য নতুন বিকল্প বাজার হয়ে উঠতে পারে। সাম্প্রতিক আলোচনায় এমনটাই জানালেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

নয়াদিল্লিতে ইউএসটিআর-এর একটি বিশেষ দল ইতিমধ্যেই কৃষিজাত পণ্যের বাজার প্রসার নিয়ে আলোচনা করছে। গ্রিয়ার জানান, আমেরিকার শস্য—জোয়ার, সয়া ও অন্যান্য কৃষিপণ্যের জন্য ভারতের থেকে বেশি লাভজনক প্রস্তাব কোনও দেশই দেয়নি। যদিও ভারতীয় বাজারে আমেরিকান শষ্যের চাহিদা এখনও খুব বেশি নয়, তবুও বাণিজ্যিক সম্ভাবনা যথেষ্ট বলেই মনে করছে ওয়াশিংটন।

চীনের বাজার এক সময় ছিল মার্কিন পণ্যের অন্যতম কেন্দ্র। কিন্তু রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের কারণে সেই বাজার এখন আর ততটা নির্ভরযোগ্য নয়। ফলে বিকল্প হিসেবে ভারতের গুরুত্ব দ্রুত বাড়ছে। তবে এই প্রস্তাব নিয়ে মার্কিন কমিটির মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। কমিটির সভাপতি জেরি মোরান প্রশ্ন তোলেন, ভারত কতটা সত্যিই মার্কিন কৃষকদের জন্য সম্ভাবনাময় বাজার হতে পারে।

তার জবাবে গ্রিয়ার জানান, ট্রাম্প-জমানায় ভারত-মার্কিন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বেশি সুসংহত হয়েছে। তাঁর দাবি, ভারতের সঙ্গে বাজার-সম্পর্কিত সহযোগিতা বাড়লে সবচেয়ে বেশি উপকৃত হবেন মার্কিন কৃষকরাই।

তবে শুল্কনীতি নিয়ে দুই দেশের দ্বন্দ্ব এই আলোচনার অন্যতম বাধা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করেছে আমেরিকা, যা ভবিষ্যতের আলোচনায় প্রভাব ফেলতে পারে। তবুও গ্রিয়ারের মতে, কৃষিপণ্যের বাণিজ্যে দুই দেশের মধ্যে অগ্রগতি “উল্লেখযোগ্যভাবে এগিয়েছে।”

গত এক দশকে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক যে দ্রুত প্রসারিত হয়েছে, তা বিভিন্ন ক্ষেত্রেই স্পষ্ট—কৃষি, ডিজিটাল পরিষেবা, বিমান চলাচল, ওষুধ এবং খনিজ পদার্থের মতো সেক্টরে বাজার অ্যাক্সেস নিয়ে আলোচনা জোরকদমে চলছে। সূত্রের খবর, ভারত এখন আমেরিকান পণ্যের ‘ফাস্টেস্ট গ্রোয়িং এক্সপোর্ট ডেস্টিনেশন’-এর অন্যতম।

1. কেন ভারতকে মার্কিন কৃষিপণ্যের বিকল্প বাজার বলা হচ্ছে?
ভারত বর্তমানে লাভজনক ও দ্রুত-বর্ধনশীল বাজার, যেখানে মার্কিন কৃষিপণ্যের প্রবেশাধিকার বাড়ার সম্ভাবনা বেশি।

2. কোন কোন মার্কিন কৃষিজাত পণ্য ভারতের বাজারে প্রবেশ করতে পারে?
জোয়ার, সয়া এবং অন্যান্য শস্যজাত পণ্যের প্রসার নিয়ে আলোচনা চলছে।

3. চীন কেন আর আগের মতো নির্ভরযোগ্য বাজার নয়?
রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্যিক বিরোধের কারণে চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীলতা কমেছে।

4. ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক কীভাবে বদলেছে?
গত দশকে দুই দেশের মধ্যে কৃষি, ওষুধ, ডিজিটাল পরিষেবা ও বিমান চলাচলসহ বহু ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে।

5. শুল্ক ইস্যু কি আলোচনায় সমস্যা তৈরি করছে?
হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শুল্ক আরোপ ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় বাধা হয়ে দাঁড়াতে পারে।