শাড়িতে মোনালিসার ঝলক, ‘শেহরি বাবু দিল লেহরি বাবু’ গানে দুর্দান্ত নাচে ভাইরাল ভিডিও

Published By: Khabar India Online | Published On:

শাড়িতে মোনালিসার ঝলক, ‘শেহরি বাবু দিল লেহরি বাবু’ গানে দুর্দান্ত নাচে ভাইরাল ভিডিও।

ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোনালিসা আবারও ইন্টারনেটে ঝড় তুলেছেন তার নতুন নাচের ভিডিও দিয়ে। ‘শেহরি বাবু দিল লেহরি বাবু’ গানে সাদা শাড়ি ও লাল ব্লাউজে সেজে তিনি যেভাবে অনবদ্য নৃত্য পরিবেশন করেছেন, তা মুগ্ধ করেছে অগণিত দর্শককে।

আরও পড়ুন -  Eggplant: লাউ না, চালকুমড়ো নয়, জানা গেল প্রিয় সবজি বেগুন !

ভিডিওটি প্রকাশের পরপরই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক মানুষ সেটি দেখেছেন ও শেয়ার করেছেন। হাজার হাজার লাইক ও প্রশংসামূলক মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। মোনালিসার মুখের অভিব্যক্তি, শরীরী ভঙ্গিমা ও প্রাণবন্ত পারফরম্যান্স দেখেই বোঝা যায়, কেন তিনি আজও ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে বিবেচিত।

আরও পড়ুন -  এই কাজটি ৩১ শে মার্চ এর আগে করে ফেলুন, না করলে ১০,০০০ টাকা জরিমানা আপনাকে দিতে হবে

শুধু ভোজপুরি ভাষার দর্শকরাই নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তার এই নাচ উপভোগ করেছেন। তার এই পারফরম্যান্স ভবিষ্যতের শিল্পীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে, এবং ভোজপুরি গানের প্রতি আরও আগ্রহ তৈরি করবে সাধারণ দর্শকদের মাঝে।

আরও পড়ুন -  RTO New Rule: এই কাজ করুন বাড়ি থেকে বের হওয়ার আগে, না হলে জরিমানা