Hot Dance Video: নিয়ন্ত্রণ হারালেন নেটিজেনরা, গুনগুন গুপ্তাকে এই ভাবে দেখে

Published By: Khabar India Online | Published On:

Hot Dance Video: নিয়ন্ত্রণ হারালেন নেটিজেনরা, গুনগুন গুপ্তাকে এই ভাবে দেখে।

গুনগুন গুপ্তার সাহসী নাচের ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। ইন্সটাগ্রামে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে, গুনগুন কালো টাইট পোশাকে জনপ্রিয় হিন্দি গানের সাথে দুর্দান্ত এক্সপ্রেশন দিয়ে নাচছেন। তাঁর কার্ভি ফিগার এবং সাহসী নাচের ভঙ্গিমা ইন্টারনেট ব্যবহারকারীদের মন কেড়েছে। যাদের নতুন কোন নাচের ভিডিও ডিজিটাল প্লাটফরমের নজরে আসা মাত্রই মুহূর্তের মধ্যে লাখ লাখ ভিউস অর্জন করে নেয়। বিশেষ করে যুবক-যুবতীদের কাছে বিনোদনের সেরা উৎস হয়ে উঠেছে হরিয়ানার সেক্সি যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিওগুলি।

আরও পড়ুন -  IND vs PAK: ভারত ও পাকিস্তান ভক্তদের বড় খবর, ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে

ভিডিওটি ইতিমধ্যেই ৯ লাখেরও বেশি মানুষ পছন্দ করেছেন, আর চার হাজারেরও বেশি মানুষ মন্তব্যে প্রশংসা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, “বরাবরের মতোই সুন্দর,” অন্য একজন বলেছেন, “তোমাকে দেখলে হৃদয় পরিপূর্ণ হয়ে যায়।” তাঁর সাহসী উপস্থাপনা এবং হটনেস অনেকেই প্রশংসা করছেন, আর ভিডিওটি তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে।

 

View this post on Instagram

 

A post shared by Gungun Gupta (@gungungupta137)