Bollywood Movies: এখন বলিউডের এই সিনেমাগুলি ঘাম ঝরাচ্ছে, প্রাইভেসি মেনে দেখবেন

Published By: Khabar India Online | Published On:

Bollywood Movies: এখন বলিউডের এই সিনেমাগুলি ঘাম ঝরাচ্ছে, প্রাইভেসি মেনে দেখবেন।

এই সিনেমাগুলি ১৮+ উর্দ্ধের জন্য।

এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বেশ কয়েক বছর ধরে ডিজিটাল প্লাটফর্ম রাজ করে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা ঘাম ঝরানো ওয়েব সিরিজ গুলি। নিরিবিলিতে সময় কাঁটানোর জন্য এই সমস্ত ওয়েব সিরিজের রসালো রোমান্স খুব উপভোগ করছেন বিনোদন ভক্তরা।

বলিউডের সেই একঘেয়েমি সিনেমার ছেড়ে এখন বিনোদন এর জন্য বেছে নিয়েছে ডিজিটাল প্লাটফর্মে রিলিজ করা ওয়েব সিরিজগুলি। কিন্তু আজ বলিউডের এমন কিছু সিনেমার গল্প নিয়ে এলাম, যেগুলি সাহসিকতায় হার মানাবে ওয়েব সিরিজকেও। কি দেখতে খুব ইচ্ছা করছে চলুন দেখে নিন।

আরও পড়ুন -  সুখ পেলেন না স্বামীর কাছে, এই কাজ করল গৃহবধূ, এই web series একলা দেখুন

আনারকলি অফ আরা: এই বলিউডের ঘাম ঝরানো সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্বরা ভাস্কর। “ডিজনি প্লাস হটস্টারে” রিলিজ হওয়া এই সিনেমাটি গোপনীয় সম্পর্কের জন্য দারুণ আলোচিত হয়েছে। এমনকি এই সিনেমায় স্বরা ভাস্করের পোশাক পরিবর্তনের একটি দৃশ্য বেশ ভাইরাল হয়েছিল ইন্টারনেটে দুনিয়ায়।

আরও পড়ুন -  Raima-Nikhil: টলিপাড়ায় নতুন বন্ধুত্ব! বন্ধুর সমস্যা ঝেরে ফেলার কথা বলতেই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ রাইমার

সাহব বিবি এবং গ্যাংস্টার: আরও একটি বিতর্কিত সিনেমা এটি। এখানে সিনেমার মুখ্য চরিত্রে রণদীপ হুডা এবং মাহি গিলের মত তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছে সিনেমাতে পরপর অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে। সেই জন্য প্রাইভেসি মেনে দেখবেন সিনেমাটি।

রং রসিয়া: এটা বলিউডের আরো একটি ঘাম ঝরানো সিনেমা হল রং রসিয়া। এখানে সিনেমার প্রধান চরিত্রে দেখা গিয়েছিল নন্দন সেন ও রণদীপ হুডাকে। এই সিনেমায় দুই তারকার মধ্যে বহু অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে।

আরও পড়ুন -  Nusrat Jahan: কেন নেই নুসরাত? উদ্বোধনী অনুষ্ঠানে

বাবুমশাই বন্দুকবাজ: একদম প্রাইভেসি মেনে দেখতে পারেন বলিউডের ঘাম ঝরানো এই সিনেমাটি। এখানে নাসির উদ্দিন সিদ্দিকী ও ববিতা বাগের মত তারকা অভিনেতাদের নিয়ে নির্মাণ করা হয়েছে এই সিনেমাটি। ছবিটি এতোই ঘনিষ্ঠ দৃশ্যে ভর্তি, এখানে নানান ভাবে ছোট ছোট ক্লিপ ঘুরে বেড়াচ্ছে ডিজিটাল প্লাটফর্মের দুনিয়ায়।