Viral Video: লাস্যময়ী ভঙ্গিমায় ‘আজ কি রাত’ গানে নাচ করলেন এই যুবতী, সবাই বললেন বাহ!

Published By: Khabar India Online | Published On:

Viral Video: লাস্যময়ী ভঙ্গিমায় ‘আজ কি রাত’ গানে নাচ করলেন এই যুবতী, সবাই বললেন বাহ!

আপনি শুধু আপনার পকেট থেকে স্মার্টফোনটি বের করে এক ক্লিক করে সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ করুন। এখানে পাবেন শুধু আপনার মন পছন্দ বিভিন্ন রকমের নাচের ভাণ্ডার।

সেই জন্য এখন প্রায় সকলে মজে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে নানান রকমের ভিডিও বা ছবি পোষ্ট গুলি দেখতে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্বের যেকোন প্রান্তে ভিডিও ছড়িয়ে পরে এক মুহূর্তে। সেই কারণে অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ার ঘরে পোস্ট করে দিলেই কেল্লাফতে। সেই রকম একটি ভিডিও নিয়ে এলাম।

আরও পড়ুন -  DANCE: ‘দাইয়া দাইয়া’ গানে কার্ভি ফিগার দেখিয়ে এই নাচ করলেন যুবতী, ভাইরাল ভিডিও

তামান্না ভাটিয়ার এই আইটেম গান

জানিয়ে রাখি, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ সিনেমার সাফল্যের পর এবার ‘স্ত্রী ২’ নিয়ে হাজির হচ্ছেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। অমিত পরিচালিত এই ভৌতিক কমেডি চলচ্চিত্রটিতে তামান্না ভাটিয়া নতুন অভিনেত্রী হিসেবে যুক্ত হয়েছেন। গত ২৪ জুলাই রিলিজ করেছে এই সিনেমার নতুন আইটেম সং। এখানে দেখা যাচ্ছে তামান্না ভাটিয়াকে। ‘আজ কি রাত‘ আইটেম গানটি রিলিজের পর থেকে জনপ্রিয়তার শীর্ষে আছে। দর্শকরা তামান্না থাকার জন্য ও তাঁর বোল্ড নাচের স্টেপের প্রশংসা করেছেন। এখন গানটি ইনস্টাগ্রামের ট্রেন্ড হয়ে গিয়েছে। আবার এর মধ্যে বহু জন এই গানের তালে নাচ করে রিল ভিডিও তৈরি করছেন।

আরও পড়ুন -  VIRAL: উদ্দাম নাচে শরীর দেখালেন যুবতী নিজের বাড়ির ছাদে, সেই রিল ভিডিও ভাইরাল

এই রিল ভিডিওর তথ্য

সম্প্রতি ইন্টারনেট জগতে ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক রিল অভিনেত্রী তামান্নার ‘আজ কি রাত‘ আইটেম গানে দারুণ উত্তেজক ভঙ্গিমায় নাচ করেছেন। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশন দেখে রাতের ঘুম আসবে না যদি দেখেন।

আরও পড়ুন -  Koel-Hiran: অভিনেতা হিরণ, কোয়েল-কে নিয়ে কি বললেন ?

তাঁর পরনে কালো ব্রালেট এবং গাউন। নাচের মাঝে তিনি একটু সামনে ঝুঁকে ক্লিভেজ ফ্লান্ট করলেন যুবতী। ভিডিওটি ডিম্পল পাল নামক এক যুবতী বানিয়েছেন। ভিডিওটি ইন্টারনেট জগতে খুব ভাইরাল হচ্ছে। প্রচুর মানুষ ভিডিওতে লাইক এবং কমেন্ট দিয়েছেন। আবার কেউ কেউ সুন্দরী যুবতীর প্রশংসা করে বলেছেন, ‘সিজলিং হট!‘ কেউ বলেছেন, ‘টু মাচ হটনেস‘।