28 C
Kolkata
Tuesday, July 9, 2024

PAN CARD: প্যান কার্ড চুরি হয়ে গেছে, অনলাইনে করুন আবেদন অল্প খরচে, স্টেপ বাই স্টেপ গাইড দেখুন

২ টি প্যান কার্ড তৈরি করা যায় না এক সঙ্গে।

Must Read

PAN CARD: প্যান কার্ড চুরি হয়ে গেছে, অনলাইনে করুন আবেদন অল্প খরচে, স্টেপ বাই স্টেপ গাইড দেখুন। 

বর্তমানে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য সরকারি অফিসিয়াল কাজকর্মের জন্য প্রয়োজন পড়ে এই প্যান কার্ডের। যদি প্যান কার্ড না থাকে, আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের সময়ে অসুবিধায় পরে যাবেন।

এখন প্রায় সকলেই নিজের প্যান কার্ড করে নিয়েছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাঙ্ক জাতীয় যেকোনো কাজে সুবিধা পাওয়া যাবে। আর যদি আপনার প্যান কার্ড চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় তখন আপনাকে সমস্যায় পড়তে হবে।

ডুপ্লিকেট প্যান কার্ড নিয়মগুলি কি?

আয়কর বিভাগের মতে, একজন ব্যক্তির শুধুমাত্র একটি প্যান নম্বর থাকবে। আবার যদি কারও প্যান কার্ড হারিয়ে যায়, তখন সেই ব্যক্তিকে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। আর যদি অনলাইনে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, তবে নিচের নিয়মগুলি দেখুন।

আরও পড়ুন -  পান্ডেশ্বর বিধানসভা কেন্দ্রের লাওদোহার গোগলা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্তৃক সংবিধান দিবস

ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদনের নিয়মঃ

1)অফিসিয়াল ওয়েবসাইট টিআইএন-এনএসডিএল-এ চলে যান।

2)এবার বিদ্যমান প্যান ডেটাতে পরিবর্তন অথবা সংশোধন/প্যান কার্ডের পুনর্মুদ্রণ হিসাবে আবেদনের অপশনে ক্লিক করে দিন।

3)এবার নাম, জন্ম তারিখ ও মোবাইল নম্বরের মতো বাধ্যতামূলক হিসাবে চিহ্নিত তথ্যগুলি পূরণ করে ফেলুন।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ব্রাজিলিয়ান ফুটবলার রোলান্ডিনহো

4)তারপর সাবমিট অপশনে ক্লিক করুন।

5)এবার একটি টোকেন নম্বর আসবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য আবেদনকারীর নিবন্ধিত ইমেলে পাঠানো হবে।

6) ‘ব্যক্তিগত বিবরণ’ পৃষ্ঠায় সমস্ত ফাঁকা জায়গা পূরণ করতে হবে।

7)প্যান অ্যাপ্লিকেশন জমা দেওয়ার তিনটি মোডের মধ্যে বেছে নিতে পারেন – শারীরিকভাবে আবেদনের নথি জমা দেওয়া, ই-কেওয়াইসি ও ই-সাইনিংয়ের মাধ্যমে ডিজিটালি জমা করা।

8)  ই-কেওয়াইসি ও ই-সাইনের মাধ্যমে ডিজিটাল জমা করার জন্য আধার কার্ড প্রয়োজন। প্রদত্ত তথ্য যাচাই করতে আধারে দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। চূড়ান্ত ফর্ম জমা দেওয়ার সময়, ফর্মটিতে ই-সাইন করতে ডিজিটাল স্বাক্ষর দরকার।

9) এবার আপনার পাসপোর্টের ছবি, স্বাক্ষর ও অন্যান্য নথির স্ক্যান করা ছবি আপলোড করতে হবে।

আরও পড়ুন -  36 shots: ৩৬ শট নিয়েও গোল পেলো না রিয়াল মাদ্রিদ

10) এই সব নথিগুলি আপলোড করার পরে, আবেদনপত্রটি প্রমাণীকরণের জন্য একটি ওটিপি এসে যাবে।

11) ফিজিক্যাল প্যান কার্ড ও ইলেকট্রনিক প্যান কার্ডের মধ্যে বেছে নিতে হবে। ই-প্যান কার্ডের জন্য একটি বৈধ ইমেল ঠিকানা প্রয়োজন। যোগাযোগের বিবরণ ও নথি সম্পর্কিত তথ্য পূরণ করুন, সাবমিট করে দিন।

12) পেমেন্ট পেজ দেখতে পাবেন। ৫০ টাকা অর্থপ্রদান সম্পূর্ণ হওয়ার পরে প্রাপ্তি স্বীকার রসিদ তৈরি করা হবে।

13)  ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্যান কার্ড পেয়ে যাবেন।

Latest News

Sapna Chaudhary: স্বপ্না চৌধুরী হালকা নীল সালোয়ার কামিজে একটি হরিয়ানভি গানে নাচছেন, ভাইরাল ভিডিও

Sapna Chaudhary: স্বপ্না চৌধুরী হালকা নীল সালোয়ার কামিজে একটি হরিয়ানভি গানে নাচছেন, ভাইরাল ভিডিও। এখন হরিয়ানভি গান সারা ভারতে খুব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img