টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ এবার নতুন সিনেমা তৈরী হওয়া উচিত রাজু কাভি নেহি বানেগা জেন্টালম্যান বললেন পশ্চিম বর্ধমান জেলা প্রেসিডেন্ট জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে আগামী ২৬ তারিখ সংবিধান দিবস হিসেবে পালন করা। সংবিধানে বিভিন্ন ধরনের সংরক্ষণ এর কথা বলা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার সেই সংবিধানের উপর আঘাত হানতে চলেছে বলে অভিযোগ তুললেন পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। বুধবার আসানসোলের অগ্নিকন্যা ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি। উপস্থিত ছিলেন আসানসোলের বিধায়ক তথা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার মুখপাত্র তাপস বন্দোপাধ্যায় ও বিশ্বনাথ পৰিয়াল। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিতেন্দ্র বাবু, বিজেপি নেতা রাজু ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, একটা হিন্দি সিনেমা ছিল রাজু বানগায়া জেন্টলম্যান। এবার নতুন সিনেমা তৈরী হওয়া উচিত রাজু কাভি নেহি বানেগা জেন্টালম্যান।
এবার নতুন সিনেমা তৈরী হওয়া উচিত রাজু কাভি নেহি বানেগা জেন্টালম্যানঃ জেলা প্রেসিডেন্ট জিতেন্দ্র তিওয়ারি
Published By: Khabar India Online |
Published On: