১লা জুলাই লায়ন্স ফাউন্ডেশন দিবসে প্রজেক্ট ছিলো COVID-19 Pandemic Hit

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ শনিবার, ৪ঠা জুলাই রাজ্য ও সারা ভারতের বিভিন্ন জেলায় করোনা ভাইরাস ও রাজ্যের আমফান এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য নানা পরিকল্পনা নিয়েছি। এরমধ্যে গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে টুলে দেবার।এখানে গরিব বড়লোক বাদ বিচার না করে, তারা যে কোনো স্তরের মানুষ হউক তাদের জন্য সাহায্যের হাত বারবার কথা ভাবা হয়েছে জানালেন, ফাউন্ডেশনের প্রধান।এর পাশাপাশি রক্তদান শিবিরের ব্যবস্থা করেছিল। এই অনুঅনুষ্ঠানটি হয় রাসবিহারী পার্কের ভেতর।

আরও পড়ুন -  কুলটির শ্রীপুর গ্রাম অঞ্চলের এক বৃদ্ধ এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য