উন্মুক্ত সুগভীর ক্লিভেজ, সাদা কালো রেট্রো লুকে হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছেন পায়েল

Published By: Khabar India Online | Published On:

উন্মুক্ত সুগভীর ক্লিভেজ, সাদা কালো রেট্রো লুকে হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছেন পায়েল।

বাংলা টেলিভিশন সিরিয়াল: এক ঝলক।

বাংলা টেলিভিশন সিরিয়াল দীর্ঘদিন ধরে বাঙালিদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।

বিভিন্ন ধরনের সিরিয়াল:

বাংলা টেলিভিশনে বিভিন্ন ধরণের সিরিয়াল দেখা যায়। পারিবারিক, রোমান্টিক,
থ্রিলার, ঐতিহাসিক, কমেডি, সামাজিক – সব ধরণের গল্পই সিরিয়ালে ফুটে
ওঠে।

সিরিয়ালের প্রভাব:

বাংলা টেলিভিশন সিরিয়াল শুধু বিনোদনই প্রদান করে না, বরং
সামাজিক বার্তাও দেয়। অনেক সিরিয়াল নারীর ক্ষমতায়ন,
শিশুশিক্ষা, সমাজের কুসংস্কার ইত্যাদি
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

৯০’র দশকে টলিউড ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রীরই উত্থান। এর মধ্যে অনেকে হারিয়ে গিয়েছে। অনেক নতুন পুরনো মুখের ভিড়ে যে নায়িকা এখনও সবার মন জয় করে রেখেছেন তিনি হলেন পায়েল সরকার (Paayel Sarkar)।

আরও পড়ুন -  Paayel Sarkar: খোলা পিঠের ছবি পোস্ট করলেন অভিনেত্রী পায়েল সরকার, ব্লাউজ ছাড়া !

‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’ ও ‘বোঝেনা সে বোঝেনা’র মতো ছবিতে পাশের বাড়ির মেয়ের লুকে বিভিন্ন বয়সের দর্শকদের মুগ্ধ করেছিলেন। আবার সময় গড়ানোর সাথে সাথেই উঁকি দিয়েছে তাঁর বোল্ড লুক।

এক সময় এই নামটাই রাজত্ব করেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। মূলধারার বাণিজ্যিক ছবিতে পায়েলের দাপট ছিল দারুন ভাবে। যেমন দেব, জিৎ, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং আবির চট্টোপাধ্যায়দের সাথে জুটি বেঁধে একের পর এক ছবি উপহার দিয়েছেন। সেইগুলি এখনও সিনেপ্রেমীদের পছন্দের সিনেমার তালিকায় পাকাপাকি জায়গা করে রেখেছেন।

আরও পড়ুন -  হলুদ মনোকিনিতে বেবোকে লাস্যময়ী দেখাচ্ছে! নেটদুনিয়ায় ছবি ভাইরাল

এখন তিনি অবশ্য বেছে বেছে কাজ করেন পায়েল। আবার তেমনি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন।

কিন্তু সম্প্রতি পায়েলের একটি ফটোশুটের ছবি বেশ ভাইরাল হয়েছে। ডিপ নেক ফ্লোরাল টপের সাথে শর্টস পরেছেন। পায়ে হাই বুটস ও গ্ল্যাম মেকআপে মোহময়ী দেখাচ্ছে তাঁকে। নানান পোজে একাধিক সাদা কালো ছবি তুলেছেন। কয়েক ঘন্টায় হাজার পেরিয়ে গিয়েছে লাইকের সংখ্যা। নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন পায়েলকে।

প্রসঙ্গত, এক সময় রাজ চক্রবর্তীর সাথে পায়েলের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠে ছিল। টেকেনি সেই সম্পর্ক। রাজের পরিচালনায় একাধিক ছবিতে কাজ করেছেন পায়েল। ‘বোঝে না সে বোঝে না’ তেও আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন -  Rachana Tiwari: রচনা তিওয়ারি নাচালেন শরীরের অংশগুলি

শোনা যায়, ঘনিষ্ঠ মহলে পায়েল নাকি বলেছিলেন, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি তাঁদের দুজনের আলাদা। প্রেমটা এমনিতেও টিকত না। তারপরেও একাধিক বার পায়েলের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। টেকেনি কোনোটাই। এখন ৪০ পেরিয়েও অবিবাহিতই রয়ে গিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar)

উপসংহার:

বাংলা টেলিভিশন সিরিয়াল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
দর্শকদের বিনোদন ও শিক্ষার পাশাপাশি
সামাজিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও
এই সিরিয়ালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ট্যাগঃ
পায়েল সরকার, টলিউড অভিনেত্রী, ভাইরাল ফটোশুট