37 C
Kolkata
Sunday, May 19, 2024

Short Film: বৌদির যৌবনের ফাঁদে পড়ে বিয়ে করলো দেওর, এই শর্ট ফিল্মের আনন্দ একা নিন

Must Read

Short Film: বৌদির যৌবনের ফাঁদে পড়ে বিয়ে করলো দেওর, এই শর্ট ফিল্মের আনন্দ একা নিন। 

Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম, যা বাংলায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নামে পরিচিত, এক ধরনের চলচ্চিত্র যা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের তুলনায় অল্প সময়ের জন্য তৈরি করা হয়। সাধারণত, ৪০ মিনিটের কম সময়ের চলচ্চিত্রকে শর্ট ফিল্ম ধরা হয়।

কেন শর্ট ফিল্ম?

স্বল্প সময়ে গল্প বলা: শর্ট ফিল্মের মাধ্যমে দ্রুত এবং আকর্ষণীয়ভাবে গল্প বলা সম্ভব।

নতুন ধারণা পরীক্ষা নিরীক্ষা। নতুন ধারণা, থিম এবং চরিত্র পরীক্ষা করার জন্য শর্ট ফিল্ম একটি নিরাপদ মাধ্যম।

নিজেকে প্রকাশ করা সহজ। শর্ট ফিল্মের মাধ্যমে নিজেকে একজন স্রষ্টা হিসেবে প্রকাশ করা সম্ভব।

বাজেট খুব সামান্য লাগে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের তুলনায় শর্ট ফিল্ম তৈরিতে কম খরচ হয়।

আরও পড়ুন -  মেঘ নেমে এলো চোখে

দ্রুত প্রযোজনা করা যায়। শর্ট ফিল্ম দ্রুত তৈরি করা যায়, যা দ্রুত দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করে।

শর্ট ফিল্মের ধরণ:

কল্পকাহিনী: কল্পনাপ্রসূত গল্পের উপর ভিত্তি করে তৈরি।
ডকুমেন্টারি: বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি।
পরীক্ষামূলক: নতুন ধারণা এবং কৌশল ব্যবহার করে তৈরি।

শর্ট ফিল্ম দেখার মাধ্যম:

সিনেমা টেলিভিশনের পর বর্তমানে রাজত্ব করছে ডিজিটাল মাধ্যম। ওয়েব সিরিজ (Web Series) এবং শর্ট ফিল্ম (Short Film) মানুষের পছন্দের এখন প্রথম স্থান দখল করে নিয়েছে। সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয়তা যে একেবারেই উধাও হয়ে গিয়েছে এমনটাও বলা যাবে না। পরিবর্তনটা খুবই স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। ওয়েব সিরিজের প্রতি দর্শকদের নির্ভরযোগ্যতার সাথে দুর্বলতা দুই বাড়ছে।

আরও পড়ুন -  Short Film: খুব রাগ মদ্যপ স্বামীর জন্য, দেওরের সাথে জড়িয়ে গেলেন ঘনিষ্ঠ সম্পর্কে এই গৃহবধূ, ভাইরাল হলো শর্ট ফিল্মটি

সেই সাথে আবার চাহিদা পূরণ করার জন্য আসছে একের পর এক OTT প্ল্যাটফর্মগুলি।

কয়েকটি প্ল্যাটফর্মের আকাশছোঁয়া জনপ্রিয়তা দেখে এখন কার্যত ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নতুন নতুন প্ল্যাটফর্ম। এর মধ্যে কিছু কিছু প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সেই করোনার সময় থেকেই ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়তে শুরু করে দর্শক মহলে। OTT প্ল্যাটফর্মের সংখ্যাও বেড়েছে দিগুণ। প্রথম সারির বেশ কিছু OTT প্ল্যাটফর্মের সাথে প্রচুর প্ল্যাটফর্ম লঞ্চ করছে। যেখানে নানান রকমের গল্প দেখতে পাওয়া যায়। সেই রকম কিছু প্ল্যাটফর্ম হল Voovi, ULLU, KOOKU, প্রাইম শট ও MX player।.

এই OTT প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যেই ভালো নাম করেছে দর্শকদের কাছে। এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে ওয়েব সিরিজ আসা মানেই সেটা মুহূর্তে ভাইরাল হয়।

আরও পড়ুন -  ‘শোলে’ খ্যাত অভিনেতা বীরবল, ৮৪ বছর বয়সে প্রয়াত, শোকের ছায়া বলিউডে

এই সব ওয়েব সিরিজের প্রতি মানুষের আগ্রহ এতো বেশি কেন? একটাই প্ল্যাটফর্মে বহু ঘরানার সিরিজ পাওয়া যায় মুঠোফোন অথবা ল্যাপটপে। ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন মানুষ। বিশেষ করে এই মুহূর্তে অ্যাডাল্ট কনটেন্টের চাহিদা খুব বেশি থাকায় ওয়েব সিরিজগুলির জন্যও প্রচার পেয়ে যাচ্ছে কিছু কিছু প্ল্যাটফর্ম। সিরিজ ও শর্ট ফিল্ম এর সাথে কিছু ওয়েব এপিসোডও জনপ্রিয়তা পাচ্ছে দারুণ ভাবে।

সম্প্রতি একটি ওয়েব এপিসোড উঠে এসেছে চর্চার আলোয়।

‘শেমারু টিভি’ ইউটিউব চ্যানেলে পাঁচ মাস আগেই আপলোড করা হয়েছিল ‘দেবর ভাবি কি শাদি’ নামে অপরাধের বাস্তব কাহিনি।পাঁচ মাসের মধ্যেই প্রায় ৩৩ লক্ষ ভিউ পেয়েছে এই হিন্দি শর্ট ফিল্মটি।

ট্যাগঃ
হিন্দি শর্ট ফিল্ম, শর্ট ফিল্ম, ভাইরাল শর্ট ফিল্ম, ইউটিউব

Latest News

Aadhaar Card দিয়ে এই কাজ করবেন না, করলেই বিপদ

Aadhaar Card দিয়ে এই কাজ করবেন না, করলেই বিপদ।  বর্তমানে দেশে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি। যেমন নতুন মোবাইল সংযোগ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img