Dance Video: প্রকৃতির কোলে নিরাহুয়া-আম্রপালির রোমান্স দেখে দিশেহারা ভক্তরা, দেখুন সেই সুন্দর ভিডিওটি

Published By: Khabar India Online | Published On:

Dance Video: প্রকৃতির কোলে নিরাহুয়া-আম্রপালির রোমান্স দেখে দিশেহারা ভক্তরা, দেখুন সেই সুন্দর ভিডিওটি। 

ভোজপুরী সিনেমা: এক ঝলক।

ভোজপুরী সিনেমা হল ভারতের বিহার ও পূর্বাঞ্চলের জনপ্রিয় একটি চলচ্চিত্র শিল্প।

বিষয়বস্তু:

গ্রামীণ জীবনের চিত্রায়ণ
পারিবারিক মূল্যবোধ
রোম্যান্স
অ্যাকশন
কমেডি
লোককাহিনী ও লোকগীতি।

জনপ্রিয়তা:

বিহার, পূর্বাঞ্চল, মরিশাস, ফিজি, সুরিনাম, গায়ানা
নিম্নবিত্ত ও শ্রমিক শ্রেণীর মধ্যে
গ্রামীণ জনগোষ্ঠীর কাছে।

ভবিষ্যৎ:

বাজেট বৃদ্ধি
প্রযুক্তির ব্যবহার
আন্তর্জাতিক বাজারে প্রবেশ
ভোজপুরী সিনেমা:

বিভিন্ন সংস্কৃতির মিশেল
ভারতীয় চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ
বিনোদন ও সাংস্কৃতিক পরিচয়।

আপনি পকেট থেকে মুঠোফোনটা বার করে youtube চ্যানেলের মাধ্যমে এই রকমের গানগুলো দেখে আপনার মন দারুণ ফুরফুরে হয়ে যাবে কয়েক মুহূর্তে।

এই সব ভোজপুরী সিনেমার দুনিয়ায় অন্যতম সুপারস্টার হচ্ছেন দীনেশ লাল যাদব। আবার তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই বেশি পরিচিত। তাঁর এক একটি ছবি ইউটিউবে আসলে সকলের ঝাঁপিয়ে পড়েন ছবিটি দেখার জন্য। মুহূর্তের মধ্যেই সেই ছবিটি ভাইরাল হয়ে যায়। কিন্তু শুধুমাত্র নতুন গানই নয়, বহু পুরনো দিনের যে ভিডিওগুলো ইউটিউবে রয়েছে, সেইগুলি এখনো বেশ জনপ্রিয়তা রয়েছে।

আরও পড়ুন -  Web Series: শ্বশুরের সাথে ঘনিষ্ঠ হলেন গৃহবধূ স্বামীর অবর্তমানে, গোপনে দেখতে হবে
ভোজপুরী অভিনেতা নিরাহুয়ার জনপ্রিয়তা কেমন?

এখন ভোজপুরী সিনেমাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। কিন্তু শুধু যে ভোজপুরী দর্শকরাই তার ভক্ত এমন নয়, এর কারণ ইউটিউবে আসলে সেইটা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। আবার এদিকে শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ বা ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে তার ভক্তরা।

এই ভোজপুরী সিনেমার দুনিয়ায় সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা বা ভিডিও ইউটিউবে আসলে সেইটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। এই দীনেশ লাল যাদবের সাথে সবচেয়ে সুন্দর জুটি হলেন আম্রপালি দুবে।

আরও পড়ুন -  Dance Video: দুর্দান্ত বেলি নাচ এই যুবতীর, ‘বাটলা হাউজ’এর গানে, নোরা ফাতেহিকে টেক্কা

এই ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এক মুহূর্তে। শুধুমাত্র নতুন গান এর ভিডিও নয়, বহু পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়। ভোজপুরী সিনেমার দুনিয়ায় যদি তিনি থাকেন যে কোন গান সুপার-ডুপার হিট হবেই।

এই রকম তারকা ভোজপুরী সিনেমার দুনিয়ায় খুব একটা দেখা যায় না। তার প্রত্যেকটি গান ইউটিউবে সুপার-ডুপার হিট।

নিরাহুয়া-আম্রপালি জুটির সাফল্য কেমন?

নিরাহুয়া সাথে যদি কোন অভিনেত্রীকে ভীষণ সুন্দরভাবে মানায়, তিনি একমাত্র হলেন আম্রপালি দুবে। এনাদের এই দুজনের কেমিস্ট্রি অসাধারণ। তাদের দুজনকে এক সাথে যে ভাবে অভিনয় করতে দেখা যায় মনে হবে সত্যি সত্যিই স্বামী-স্ত্রী।

এখন পর্যন্ত নিরাহুয়ার জন্যই ৩৬ বছর ধরে অবিবাহিত রয়ে গেছেন আম্রপালি! এ প্রশ্ন সবারই মনের মধ্যে আছে। আম্রপালি দুবে কিন্তু বলেছিলেন নিরাহুয়ার মতন জীবনসাথী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
আম্রপালি-নিরাহুয়ার জুটির দারুণ একটি গানের ভিডিও।

আরও পড়ুন -  Short Film: বৌদির যৌবনের ফাঁদে পড়ে বিয়ে করলো দেওর, এই শর্ট ফিল্মের আনন্দ একা নিন

নিরাহুয়া-আম্রপালির অসাধারণ একটি নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই দেখে সবাই উপভোগ করেছেন। তার কারণ এত সুন্দর নাচ করেছেন এই দুইজনে মানুষ বারবার দেখছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এসেই প্রায় লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি পৌঁছে গিয়েছে সর্বত্র। তিন বছরে প্রায় তিন লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। এখনও দেখে চলেছেন।

এই গানটির নাম আঞ্জর কারে ইন্ডিয়া মে। সিনেমার নাম জয় ভিরু। গানটি গেয়েছেন রিনিচন্দ্র, অলোক সিং ও প্রিয়াঙ্কা সিং।

ট্যাগঃ
আম্রপালি দুবে, ভোজপুরি গান, নিরহুয়া, ভাইরাল ভিডিও