Bhojpuri: কয়েকটি জনপ্রিয় গান ভোজপুরি সিনেমার, উত্তেজনা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri: কয়েকটি জনপ্রিয় গান ভোজপুরি সিনেমার, উত্তেজনা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এখন সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি দারুন ভাইরাল হচ্ছে সেটি হল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সব সাহসী গানের ভিডিওগুলি। সত্যি তাই। যেমন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সেক্সি অভিনেত্রীদের খুব সাহসিকতার ভরা রোমান্টিক গানগুলি বিনোদনের এখন প্রিয় হয়েছে।

যে সব গানে আম্রপালি, মোনালিসা এবং অক্ষরা সিংয়ের মত সাহসী অভিনেত্রীদের উপস্থিতি থাকে, সেই সব গানগুলি ভাইরাল হচ্ছে মুহূর্তের মধ্যে। বিগত বছরে কয়েকটি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিলিজ হওয়া জনপ্রিয় ভোজপুরি গানের লিস্ট দেখুন।

আরও পড়ুন -  সৃজনের রক্তদান শিবির, রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না ?

‘চিকেন বিরিয়ানি চম্পা কি জওয়ানি‘: ২০১৮ সালে রিলিজ হওয়া “নিরাহুয়া হিন্দুস্তানি-৩” সিনেমার জনপ্রিয় গান “চিকেন বিরিয়ানি চম্পা কি জওয়ানি” ভাইরাল। জনপ্রিয় এই গানটি লিখেছেন আজাদ সিং সহ সঙ্গীত পরিচালনা করেছেন রজনীশ মিশ্র।
‘যবল জাগল বাণী’: অন-স্ক্রিনে ভোজপুরি এই গানে খেসারি লাল যাদবের সঙ্গে রোমান্স করেছেন কাজল রাঘওয়ানি। গানে দুই তারকার উত্তপ্ত রোমান্স ঘাম ফেলিয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তদের। উল্লেখ্য, গানটি লিখেছেন প্যারে লাল যাদব ও সুর দিয়েছেন মধুকর আনন্দ।

আরও পড়ুন -  Bhojpuri Video: কাজল রাঘওয়ানির যৌবনে ডুব দিলেন খেসারী লাল, মরিয়া হয়ে করলেন চরম রোমান্স

‘মারতে মাজা বিন বিয়াহে রাজাজি‘: এই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় সিনেমা ‘ওয়ান্টেড’-এর অন্যতম জনপ্রিয় গান। ‘মারতে মাজা বিন বিয়াহে রাজাজি’-তে পবন সিংয়ের সাথে অভিনয় করেছেন মনি ভট্টাচার্য। জনপ্রিয় গানটি গেয়েছেন অভিনেতা পবন এবং ইন্দু সোনালী।
‘মারব হামার বাচ্চা বা‘: ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রিয় জনপ্রিয় সিনেমা ‘দুলহিন গঙ্গা পার কে’-তে আম্রপালির সাথে অভিনয় করেছেন খেসারি লাল যাদব। গানটি গেয়েছেন খেসারি লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং। গানটি লিখেছেন পবন পান্ডে। সঙ্গীত পরিচালনা করেছেন মধুকর আনন্দ।

আরও পড়ুন -  সেনাবাহিনীতে নতুন অস্ত্রসামগ্রী সামিল
‘ধোকা দেতি হ্যায়‘: ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এটি দারুন জনপ্রিয় গান। ভোজপুরি চলচ্চিত্র ‘বালাম জি লাভ ইউ’-তে ব্যবহার হয়েছে। এই জনপ্রিয় গানটি। এখানে গানে অক্ষরা সিংয়ের সাথে চরম রোমান্স করতে দেখা যাচ্ছে প্রিয় অভিনেতা খেসারি লাল যাদব।

ট্যাগঃ
ভোজপুরি হট ভিডিও, ভোজপুরি জনপ্রিয় গান, বোল্ড ভোজপুরি হট ভিডিও, সেরা 5 ভোজপুরি গান