Gold Price Today: অব্যহত সোনার মূল্যবৃদ্ধি, কলকাতার বাজারে দাম কত? চলুন জানি

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: অব্যহত সোনার মূল্যবৃদ্ধি, কলকাতার বাজারে দাম কত? চলুন জানি। 

শুরু হয়েছে চৈত্র মাস, এবার এই মাস শেষের দিকে এসে গেছে। তার পরে আবার সাত পাঁকে বাধা পড়বে যুবক যুবতীরা। বিয়েবাড়ি মানে যেমন একদিকে শাড়ি কাপড়ের কেনাকাটা, আবার অপরদিকে বিয়েবাড়িতে সোনার গয়না কেনার নিয়ম আছে।

বিয়েবাড়ি হোক বা উপহারের জন্য গয়না কমবেশি সকলে কিনে থাকেন। মধ্যবিত্ত ক্রেতারা আবার চিন্তায় পড়েছেন।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বৃহস্পতিবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। আজকে সপ্তাহের পঞ্চম দিন মানে শুক্রবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন -  Gold Price Today: কলকাতার বাজারে লক্ষ্মীবার সোনা কেনা যাবে? দাম কেমন আজকে?

এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দামও। তাহলে আজকে কলকাতায় সোনার দাম কেমন রয়েছে দেখে নিন।

আজকে কলকাতায় সোনার দাম (০৫.০৪.২০২৪-শুক্রবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭০,৪৮০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৪,৬১০ টাকা।

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(০৪.০৪.২০২৪-বৃহস্পতিবার)।

আরও পড়ুন -  Gold Price Today: রূপোর দাম বাড়লেও সোনার দামে অব্যহত পতন, আজকে শুক্রবার কলকাতায় কত দাম?

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭০,৪৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৪,৬০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (০৫.০৪.২০২৪-শুক্রবার)
৮৫,৪০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (০৪.০৪.২০২৪-বৃহস্পতিবার)
৮৫,৩০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।

আরও পড়ুন -  Sanu Nigam: সনু নিগম কলকাতার মঞ্চে গাইবেন

প্রসঙ্গত, শুক্রবার বিশ্ব বাজারে সামান্য রয়েছে ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২২৮৬.৫০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২২৯৯.৬০ মার্কিন ডলার। তার প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা দিয়েছে। আজকে সোনার দাম আছে ঊর্ধ্বমুখী।

ট্যাগঃ
সোনা ও রুপোর দাম, কলকাতায় সোনা ও রৌপ্যের দাম, সোনার দাম, কলকাতায় সোনার দাম, সোনার দাম আজ, রৌপ্যের দাম, কলকাতায় রৌপ্যের দাম, রূপার দাম আজ