Video: আম্রপালির সর্বাঙ্গে উত্তেজনা সৃষ্টি করলেন খেসারি মধুচন্দ্রিমায়

Published By: Khabar India Online | Published On:

Video: আম্রপালির সর্বাঙ্গে উত্তেজনা সৃষ্টি করলেন খেসারি মধুচন্দ্রিমায়

অন্যতম ভোজপুরী অভিনেতা খেসারি লাল। শুধুমাত্র ভোজপুরী দর্শকরাই তাঁর ভক্ত এমনটা নয়। ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ ও ছত্রিশগড় নয়। দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ফ্যান।

ভোজপুরী সিনেমার দুনিয়ায় এই সুপারস্টার খেসারি লাল যাদব এর সিনেমা বা ভিডিও ইউটিউবে দেওয়ার পরেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়।

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তে। শুধুমাত্র নতুন গান এর ভিডিও নয়, বহু পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয়। তিনি ভোজপুরী সিনেমার দুনিয়ায় থাকলেই যে কোন গান সুপার-ডুপার হিট হবেই।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠন এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির

এনার মতন তারকা ভোজপুরী সিনেমার দুনিয়ায় খুব একটা দেখা যায় না। তাঁর প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট।

দেখে ফেলুন অসাধারণ রোমান্টিক সং।

খেসারি লালের সাথে অসাধারণ ভাবে নাচ দেখালেন আম্রপালি দুবে। তাদের এই অসাধারণ নাচের ভিডিওটি দেখে প্রত্যেকেই অবাক হয়েছে। আম্রপালি ও খেসারি লাল এর জুটি আগে থেকেই পছন্দ করেন সবাই।

আরও পড়ুন -  Janhvi-Sara: জাহ্নবী কাপুর নগ্ন হয়ে স্নান করেছিলেন, সারার সামনে !

‘এস আর কে মিউজিক’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে সকলের সামনে। ‘পিয়াজি কি মাস্কি’ এই গানের সঙ্গে নাচলেন তারা। প্রিয়াঙ্কা সিং এই গানটা গেয়েছেন দারুণ। সিনেমার নাম ‘ডোলি সাজা কে রাখনা’ সিনেমার এই গান। গানটি লাইক দিয়েছেন প্রায় ৭ লাখ মানুষ।

এই সিনেমার আরেকটি গানও বেশ জনপ্রিয়। ‘পালং শাকওয়ান’ কে এই গানটির জনপ্রিয়তা ঊর্ধ্বগামী। গানটি গেয়েছেন খেসারি লাল ও ইন্দু সোনালী। প্রায় এক বছরের মধ্যে ভিডিওটি একুশ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে তাহলে জানলেন কি অসাধারণ এই নাচ এবং গান।

আরও পড়ুন -  সব থেকে বড়ো হিট গান পবন সিং এবং স্বপ্না চৌধুরী মিলে তৈরি করলেন, তোলপাড় ইউটিউবে

এখানে দেখা গিয়েছে, বিছানার উপরে লাল টুকটুকে শাড়ি পড়ে শুয়ে আছেন প্রিয় অভিনেত্রী। তাকে দেখে কিছুতেই নিয়ন্ত্রণে করতে পারলেন না খেসারি লাল। তিনিও রোমান্সে পরিপূর্ণ হয়ে গেলেন।

ট্যাগঃ
আম্রপালি দুবে, ভোজপুরি গান, খেসারি লাল যাদব, আম্রপালি দুবে