Bhojpuri: নীলম গিরির সঙ্গে চুটিয়ে রোমান্স করলেন খেসারি লাল যাদব

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri: নীলম গিরির সঙ্গে চুটিয়ে রোমান্স করলেন খেসারি লাল যাদব।

এখন বলিউড ছাড়া মানুষের দ্বিতীয় বিনোদনের বিকল্প হয়ে উঠেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডের বিনোদন থেকে মুক্তি পেতে বেশিরভাগ মানুষ গা ভাসিয়েছেন এই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে।

আপনাদের জানাই, নিরহুয়া, খেসারি লাল যাদব এবং পবন সিংয়ের মত সুপারহিট অভিনেতাদের সঙ্গে আম্রপালি, মোনালিসা এবং অক্ষরা সিংয়ের মত সেক্সি অভিনেত্রীদের মেলবন্ধনের কারণে আজকে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি পৌঁছেছে চূড়ান্ত সাফল্যে দিকে।

আরও পড়ুন -  VIRAL VIDEO: মোনালিসা নেট নাগরিকদের রাতের ঘুম উড়িয়ে দিলেন এই ভিডিও-তে, একা দেখতে হবে

বর্তমানে বিয়ে বাড়ি কিংবা অন্নপ্রাশন, সর্বত্রই দাপটের সঙ্গে বাজানো হয় ভোজপুরি ফিল্মের সুপারহিট গানগুলি। এছাড়া স্বল্প সময়ের মধ্যে ভরপুর বিনোদন উপভোগ করতে মানুষ পছন্দ করেছেন এইসব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারহিট গান বা সিনেমাগুলো।

আরও পড়ুন -  Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইউটিউবে একটি কয়েক মিনিটের ভোজপুরি ভিডিও রীতিমতো ভাইরাল। এই ভিডিওটিতে আম্রপালি নয়, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেক্সি অভিনেত্রী নীলম গিরিকে একের পর এক সাহসী স্টেপ করতে দেখা যাচ্ছে। আপনাদের জানাই, নীলম গিরি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ট্রেন্ডিং গার্ল হিসেবে দারুণ পরিচিত।

আরও পড়ুন -  IND vs RSA: রোহিতের প্রধান অস্ত্র, এই ৫ ভারতীয় ক্রিকেটার, জেতাতে পারে প্রোটিয়াদের বিরুদ্ধে

তাঁর হট ডান্সের ভিডিওগুলি উপভোগ করতে খুব বেশ পছন্দ করেন তরুণরা। এখন জনপ্রিয় এই অভিনেত্রীর ‘Hikawale Babu’ গানে ডান্সের ভিডিও রীতিমতো ভাইরাল মিডিয়াপাড়ায়।

যেখানে তাঁকে কালো শাড়িতে খেসারি লাল যাদবের সঙ্গে জুটি বেঁধে পারফরমেন্স করতে দেখা গিয়েছে।