দক্ষিণা কালী মন্দিরের কালীপুজোর অষ্টমঙ্গলা উপলক্ষে দুঃস্থদের বস্ত্র দান ও ও মাস্ক বিলি করা হলো

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ ইউনাইটেড ফিন্যান্সিয়াল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে সমাজসেবী দীপঙ্কর সূরাল এর উদ্যোগে রাইপুর বকুলতলা দক্ষিণা কালী মন্দিরের কালীপুজোর অষ্টমঙ্গলা উপলক্ষে দুঃস্থদের বস্ত্র দান ও ও মাস্ক বিলি করা হলো। আজকের অনুষ্ঠানে শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন দীপঙ্কর সুরাল ও দক্ষিণা কালী পূজা কমিটির সদস্যবৃন্দ। এ প্রসঙ্গে দীপঙ্কর সুরাল বলেন সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের একটু সেবা করার সুযোগ পেয়েছি তাই একটু সেবা করে গেলাম। উনাদের হাসিমুখটা আমার পরম প্রাপ্তি।

আরও পড়ুন -  Patal Seeds: পটলের বীজ খেলে কী হয় ?