37 C
Kolkata
Sunday, May 19, 2024

Gold Price Today: সোনার দামে স্বস্তি, আজকে কত দরদাম কলকাতায়

Must Read

Gold Price Today: সোনার দামে স্বস্তি, আজকে কত দরদাম কলকাতায়।

সাতপাকে বাঁধা পড়ছে যুবক-যুবতিরা ফাল্গুন মাস শুরু হতেই। কলকাতা থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে শাঁখ উলু সাথে বাজছে সানাই। আবার কারো বাড়িতে চলছে তোড়জোড়। শাড়ির দোকানে ভিড় করছে ক্রেতারা। ঠিক তেমনই গয়নার দোকানেও প্রতিদিনই আসছেন ক্রেতা।

কেউ নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য গয়না কিনছেন। আবার কেউ নিজের ছেলে অথবা মেয়ের জন্যই গয়না কিনছেন।

আরও পড়ুন -  Gold Price Today: বুধবার সোনার দামে কিছু পরিবর্তন হয়েছে, আজকে দর কি?

সম্প্রতি এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল সোমবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল। আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।
এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দাম। এবার দেখুন আজকে কলকাতায় সোনার দরদাম কেমন।

আজকে কলকাতায় সোনার দাম (১২.০৩.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,২৬০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: মুখ থুবড়ে পড়ল সোনার দাম, কলকাতার বাজারদর আজ কি বলছে?

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,৭৪০ টাকা।

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (১১.০৩.২০২৪-সোমবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,২৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,৭৫০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আরও পড়ুন -  স্ত্রীকে গলা কেটে হত্যা, আদালতেই

আজকে কলকাতায় রূপোর দাম (১২.০৩.২০২৪-মঙ্গলবার)
৭৫,৫০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (১১.০৩.২০২৪-সোমবার)
৭৫,৬০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১৭৮.৭০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২১৮১.৩০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেইভাবে দেখা যায়নি।

Latest News

Aadhaar Card দিয়ে এই কাজ করবেন না, করলেই বিপদ

Aadhaar Card দিয়ে এই কাজ করবেন না, করলেই বিপদ।  বর্তমানে দেশে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি। যেমন নতুন মোবাইল সংযোগ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img