রেলওয়েতে টেকনিশিয়ান পদের জন্য নিয়োগ, RRB টেকনিশিয়ান শূন্যপদ

Published By: Khabar India Online | Published On:

রেলওয়েতে টেকনিশিয়ান পদের জন্য নিয়োগ, RRB টেকনিশিয়ান শূন্যপদ।

বড় রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে ভারতীয় রেলওয়ে। ভারতের প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলে চাকরি পান। এখানে নানান ধরনের পোষ্টের জন্য সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৯১৪৪ টি পদে এবারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।এই সমস্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু ৯ মার্চ ২০২৪ থেকে ও আবেদন প্রক্রিয়া শেষ হবে ৮ এপ্রিল ২০২৪ তারিখে। নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানুন।

আরও পড়ুন -  Web Series: ওয়েব সিরিজে মম

এই সব পদের বিবরণ:

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে এই নিয়োগের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) এর জন্য ১০৯২ জন এবং টেকনিশিয়ান গ্রেড-III: ৮০৫২ জনকে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য যোগ্যতা আলাদা আলাদা।

টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) এর জন্য B.Sc (পদার্থবিদ্যা/ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/IT/ইন্সট্রুমেন্টেশন)।

BE/B.Tech, ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে সেই প্রার্থীর। অপরদিকে, টেকনিশিয়ান গ্রেড-III: প্রাসঙ্গিক ট্রেডে ১০ম পাস ও ITI সার্টিফিকেট থাকতে হবে। টেকনিশিয়ান গ্রেড-III (S&T): ১০ম, ITI ও ১২ম পদার্থবিদ্যা এবং গণিত সহ পাস হতে হবে।

আরও পড়ুন -  নির্ঝঞ্ঝাটে ডিজিটাল লাইফ সার্টিফিকেট নিবন্ধীকরণের মধ্য দিয়ে বন্দরের পেনশন ভোগীদের তথ্য যাচাই

বয়স সীমা:

টেকনিশিয়ান গ্রেড-I: ১৮ থেকে ৩৬ বছর
টেকনিশিয়ান গ্রেড-III: ১৮ থেকে ৩৩ বছর।

বেতন:

টেকনিশিয়ান গ্রেড-I: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। আর টেকনিশিয়ান গ্রেড-III: ১৯,৯০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা অবধি বেতন।

মূল পরিবর্তন:

১. এক ধাপে পরীক্ষা: এবার RRB টেকনিশিয়ান নিয়োগের জন্য মাত্র একটি পরীক্ষা (CBT) অনুষ্ঠিত হবে।
২. দুটি বেতন স্তর: প্রার্থীরা একটি বেতন স্তরের শূন্যপদের জন্য শুধুমাত্র একটি RRB-এর জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন -  Water Wastage: জল অপচয় বন্ধ করার বার্তা দেন অমিত গুপ্তা, জলের সমস্যা মেটাতে

আবেদন পদ্ধতি:

প্রার্থীরা সংশ্লিষ্ট RRB-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি:

সাধারণ, OBC, EWS: ৫০০ টাকা।
SC, ST, মহিলা, EBC, প্রতিবন্ধী: ২৫০ টাকা।

নির্বাচন প্রক্রিয়া:

১. লিখিত পরীক্ষা (CBT)।

২. মেডিকেল পরীক্ষা।

৩. নথিপত্র যাচাইকরণ।