Bhojpuri Song: অপ্সরা সুন্দরী আম্রপালীকে রেহাই দিলেন না নিরাহুয়া, বাচ্চাদের সামনে দেখা যাবে না

Published By: Khabar India Online | Published On:

এইটা বড়দের জন্য তৈরি করা হয়েছে। এখন ভোজপুরী সিনেমার দুনিয়ায় অন্যতম সুপারস্টার দীনেশ লাল যাদব। আবার তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই বেশি পরিচিত। তাঁর ছবি ইউটিউবে আসলেই সকলে ঝাঁপিয়ে পড়েন ছবিটি দেখার জন্য।

সেই মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। আবার শুধুমাত্র নতুন গান না, অনেক পুরনো দিনের ভিডিওগুলো ইউটিউবে থাকে। সেগুলো এখনো দারুন জনপ্রিয়তা হচ্ছে। ভোজপুরী সিনেমার দুনিয়ায় দীনেশ লাল যাদব এক উজ্জ্বল নক্ষত্র। আম্রপালিও নায়িকা হিসাবে অনবদ্য।

আরও পড়ুন -  ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হারে লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে

এখন ভোজপুরী সিনেমাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাঁর ভক্ত তা কিন্তু নয়, ইউটিউবে দেওয়ার পর পৌঁছে যায় বিশ্বের নানান প্রান্তে।

শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ বা ছত্রিশগড় নয়, সারা দেশে এবং বিদেশে ছড়িয়ে আছে ভক্তরা। ভোজপুরী সিনেমার দুনিয়ায় সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা বা ভিডিও ইউটিউবে দিলেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়।

আরও পড়ুন -  Viral: বিয়ের আসরেই বউকে চুমু খেলেন বর! ঝড়ের গতিতে ভাইরাল

সেই ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এক মুহূর্তে। তাঁর নতুন গান এর ভিডিও না, একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়। ভোজপুরী সিনেমার দুনিয়ায় যদি তিনি থাকেন যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট।

এনার মতন তারকা ভোজপুরী সিনেমার দুনিয়ায় খুব একটা দেখা যায় না। তাঁর প্রত্যেকটি গান ইউটিউবে সুপার-ডুপার হিট হবেই।

আরও পড়ুন -  Dance Video: আম্রপালি আগে নিজের শরীর ভিজিয়ে নিয়ে তারপর উত্তপ্ত রোম্যান্স করলেন নিরাহুয়ার সাথে

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে নিরাহুয়া ও আম্রপালির একটি নাচের ভিডিও। মিউজিক ভিডিওর নাম, ‘জাদ কে জুগাদ’। এই তারকা জুটি ব্যাপক লাস্যময়ী কায়দায় নেচেছেন। এখানে তাঁদের কেমিস্ট্রি দেখে রাতের ঘুম আসবে না।

এই নাচের ভিডিওটি ‘আশিক আওয়ারা‘ সিনেমার। এখানে গান গেয়েছেন ইন্দু সোনালী এবং রজনীশ। ভিডিওটি দেখেই প্রত্যেকে কমেন্ট করে প্রশংসার বন্যা করে দিয়েছেন।