Web Series: লজ্জার সব সীমা অতিক্রম করলেন এই অভিনেত্রী, এই সব ভিডিও দেখলে রাতে চোখ বন্ধ হবে না

Published By: Khabar India Online | Published On:

Web Series টি ১৮+উদ্ধের জন্য করা হয়েছে। এখন বিনোদনের টেস্ট বা স্বাদ অনেক পরিবর্তন হয়েছে। সেই করোনা মহামারির পর থেকে টিভি অথবা রেডিওর বিনোদন সেই রকম ভাবে না দেখে এখন প্রায় সকলেই ঝুঁকেছে মুঠোফোনের সামনে।

আবার অপরদিকে প্রতিদিন গজিয়ে উঠছে বিভিন্ন ওটিটি অ্যাপ। এইসব অ্যাপগুলি পিছনে সরিয়ে দিয়েছে বলিউডকে। এই সব ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয় নানান রকমের স্বাদের ওয়েব সিরিজগুলি।

এর মধ্যে জনপ্রিয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ, যা দেখে রাতের ঘুম বন্ধ হয়ে যাবে। এই সমস্ত ওয়েব সিরিজের রস চেটেপুটে নিচ্ছে নেট দর্শকরা। ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত ওয়েব সিরিজের কামুক মাদকতায় হারিয়ে যেতে প্রায় সকলে চান।

আরও পড়ুন -  বাঙালি কন্যা ত্রিধা চৌধুরী, সাহসী লুকে মুম্বাইয়ে রাজ করছে, বোল্ড ছবিতে হুঁশ উড়ালেন

এখন ডিজিটাল মার্কেটে খুব জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজগুলি। যেমন- উল্লু, প্রাইম শট এবং কোকু ইত্যাদি জায়গায় প্রায় রোজ কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করছে।

এইগুলি সব যৌনতায় ভরা ওয়েব সিরিজ। আবার এইগুলি জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী।প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখছেন। এইগুলির ভিউ দেখলে জানা যাবে।

আরও পড়ুন -  Web Series-বোল্ড দৃশ্যের জগৎে Ullu ওয়েব সিরিজের নতুন দিক, একা থাকলে দেখবেন

সম্প্রতি আবার অ্যাডাল্ট ওয়েব সিরিজ জগতে জনপ্রিয়তা পাচ্ছে Ullu প্ল্যাটফর্ম। এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ জগতে এই অ্যাপটিকে বাদশা বলা হয়। সম্প্রতি ইন্টারনেট জগতে যেই ভিডিও ভাইরাল হচ্ছে তাতে আছে উল্লু অ্যাপের একটি ওয়েব সিরিজ।

ওয়েব সিরিজের নাম, ‘মিষ্টি‘ পার্ট ২। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারতী ঝা। তাছাড়া আছেন বিশাল ভাট এবং সানি সাইনি মত বড় তারকারা। এই ইরোটিক ওয়েব সিরিজের মুহূর্তে মুহূর্তে আছে অন্তরঙ্গ দৃশ্য। তারকারা লজ্জার সব সীমা অতিক্রম করে শরীর সঁপে দিয়েছেন এই ওয়েব সিরিজের গল্পের কারণে।

আরও পড়ুন -  দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন, বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি

এই গল্পে রাজ তাঁর নতুন বাড়িতে এসে ভূত মিষ্টি দ্বারা প্রলুব্ধ হয়। এই প্রেম কি প্রতিশোধের আগুনে ঝলসে যাবে? না নেবে অন্য মোড়?

সব কিছু জানতে বা দেখতে হলে ওয়েব সিরিজটি দেখতে হবে। গত ১২ ফেব্রুয়ারি Ullu অ্যাপে রিলিজ হয়েছে। যদি দেখতে ইচ্ছা করে আগে অবশ্যই ঘরের জানলা দরজা বন্ধ করুন তারপর দেখুন।