Bhojpuri: লাগামহীন রোমান্সে মাতলেন আম্রপালির উষ্ণ যৌবনে নিরহুয়া

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri: লাগামহীন রোমান্সে মাতলেন আম্রপালির উষ্ণ যৌবনে নিরহুয়া।

আম্রপালি দুবে ও নিরহুয়ার জুটি দারুন জনপ্রিয় হিসেবে বিবেচনা করা হয় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এনাদের সিনেমায় তো বটেই, সিনেমার বাইরেও একাধিক অ্যালবাম গানে অভিনয় করেছেন।

তাঁদের রোমান্টিক দৃশ্যগুলো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বলা যেতে পারে তাঁদের রোমান্টিক দৃশ্যগুলো দেখার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। জানলে অবাক হবেন, আম্রপালি ও নিরহুয়া জুটিকে বেশিরভাগ দৃশ্যে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

আরও পড়ুন -  Hot Video: সাহসী ভিডিও শেয়ার করে ভাইরাল দেশি যুবতী, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

উল্লেখ্য, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিগত কয়েক বছর ধরে রাজত্ব করেছেন আম্রপালি ও নিরহুয়া। প্রায় সবাই এই জুটিকে বিশেষভাবে পছন্দ করেছেন। আম্রপালি দুবে গান নিরহুয়ার সঙ্গে ৩০টিরও বেশি ছবিতে কাজ করে ফেলেছেন।

শতাধিক অ্যালবাম ভিডিওতে কাজ করেছেন। আবার সোশ্যাল মিডিয়ায় এদের রোমান্টিক গানগুলি বেশ পছন্দ করে থাকেন নেটিজেনরা। নিরহুয়ার সাথে আম্রপালি দুবের প্রতিটা গান নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  First Dose: কোভিড টিকাকরণের প্রথম ডোজ প্রত্যেকে নেওয়ায়, প্রধানমন্ত্রী দেবভূমির জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন

আজ ভোজপুরি ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটির আবার একটি দুর্দান্ত রোমান্টিক গান নিয়ে এসেছি। এই গানটি দেখলে অবশ্যই আপনার শরীরে উষ্ণতা অনুভব আসবে। ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, , ‘দুনিয়া চাহে ভাদ মে’ গানে আম্রপালির সঙ্গে চুটিয়ে রোমান্স করছেন নিরহুয়া।

আরও পড়ুন -  Rajasthan: রাজস্থানে বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ভিডিওটিতে আম্রপালির কমলা রঙের ড্রেস, নিরহুয়াকে প্রলুব্ধ করতে দেখা যাচ্ছে। আম্রপালিকে খাটের ওপরে ফেলে ক্ষুধার্ত নিরহুয়ার এই ভাবে উষ্ণ রোমান্স দেখার জন্য লাইন দিয়েছেন নেটিজেনরা। দেখার মন করলে দেখে নিতে পারেন।