Video: শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ, দুর্ধর্ষ নাচ করে ক্যাটরিনা কাইফকে টেক্কা এই যুবতীর

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়ায় হল একটি হাতিয়ার এই প্রজন্মের কাছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিভা সবার সামনে তুলে ধরছেন। আবার পুরনো প্রজন্মের মানুষদের ধারণা মুঠোফোনই নতুন প্রজন্মের উচ্ছন্নে যাবার কারণ।

একটু ভালোভাবে চিন্তা করেন, মুঠোফোনের সাহায্যেও বাড়িতে বসে সৎপথে রোজগারের উপায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারা যায় অতি সহজেই। এখন বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আরও পড়ুন -  Weather Forecast: কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গে, ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড় এই সব জেলায়

সোশ্যাল মিডিয়ায় নানান রকমের জিনিস ভাইরাল হচ্ছে। আগেকার দিনে এই রকম স্টেজ প্রোগ্রামগুলো যখন হতো, অনেক পরে মানুষের কাছে গিয়ে পৌঁছতো টেলিভিশনের মাধ্যমে। বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও কারো যদি ইচ্ছা হয়, বাড়িতে বসে আয়েশ করে দেখতে পারেন।

সহজে তা youtube এর মাধ্যমে দেখে নিতে পারেন। বর্তমানে অন্যান্য গানের সাথে এই ধরনের হারিয়ানভি গানের বেশ চাহিদা রয়েছে।সেই গানের তালে নাচতে খুব ওস্তাদ এইখানে নৃত্যশিল্পীরা।

আরও পড়ুন -  Dance Video: সুন্দরী যুবতীর বেলি ডান্স ভাইরাল, দর্শকদের মন্তব্য – ‘নায়িকারাও ফেল!’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দারুন একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এখানে দেখতে পাওয়া গেছে, দুর্দান্ত একটি নাচ। এই অসাধারণ নাচ মানুষ বেশ ভালো করে দেখেছেন। সুন্দর শাড়ি পরে ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সাথে দুর্দান্ত পারফর্ম করেছেন এক যুবতী।

এই অসাধারণ নাচ মানুষ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। বাড়িতে থেকেও যে এমন সুন্দর নাচ পরিবেশন করা যায়, না দেখলে আপনি বুঝতে পারবেন না।

আরও পড়ুন -  ‘সারা জীবন তোমার কথা মনে পড়বে’, বাপিদাকে স্মরণ ডিস্কো ড্যান্সার মিঠুনের

নাচটি একবার নয় দেখতে ইচ্ছা করবে বারবার। বেগুনি রঙের শাড়িতে তাঁকে দেখতে ভারী ভালো লাগছে। প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dimple (@dimpledd_official)