আবার চমকে দিল Ullu বোল্ড ওয়েব সিরিজ এনে, ট্রেলার দেখবেন পুরো ঘর বন্ধ করে

Published By: Khabar India Online | Published On:

ওয়েব সিরিজটি ১৮+উদ্ধের জন্য। মুঠোফোনে বন্দী প্রায় সকলে এখনকার দিনে। আগের সময়ে টিভি ছাড়া মানুষের দিন কাটতে চাইতো না। কিন্তু এখন টিভির জন্য কেউ অপেক্ষা করেন না।

মুঠোফোনে একের পর এক সিরিজ দেখা যায়। ওয়েব সিরিজ অথবা সিরিয়াল বা সিনেমা সব কিছু।

আপনি বাসে যান অথবা ট্রেনে যে কোনও জায়গায় মুঠোফোনের মাধ্যমে সব কিছু দেখে নিচ্ছেন। আজকের প্রতিবেদনে একটি বিশেষ ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করবো, যেটি আপনি সকলের সাথে একদম দেখতে পারবেন। যদি দেখার খুব ইচ্ছা হয় ঘরের দরজা অবশ্যই বন্ধ করে দেখতে হবে।

আরও পড়ুন -  একসাথে তিন তরুণীর সঙ্গে প্রেম, তারপর ঠাঁই হলো...

এই ওয়েব সিরিজটিতে অনেক এমন দৃশ্য রয়েছে যা সকলের সামনে বসে দেখতে পারা যাবে না।

কোভিড কালের সময় থেকে নানান ধরনের ওয়েব সিরিজ দেখার আনন্দ উপভোগ করে চলেছেন সাধারণ মানুষ। যেগুলি সিনেমা হলে অথবা টিভিতে দেখানো সম্ভব হয় না সেই সব দৃশ্য বা সিরিজ। কিন্তু এই ওয়েবে দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন -  সাহসী ওয়েব সিরিজ Ullu-তে এসে গেছে, এই শীতে ঘাম দেবে দেখলে

উপভোগও করছেন এখন মানুষ এই সব। আজকে আর্টিকেলে আলোচনা করছি উল্লু চ্যানেলের বিখ্যাত ওয়েব সিরিজ mastram part 3.

সিরিজটির আগে দুটি পার্ট নিয়ে যথেষ্ট শোরগোল ফেলেছিল উল্লু। আবার সেই ধরনের জিনিস এনে শোরগোল ফেলেছে।

আরও পড়ুন -  Ullu-র ওয়েব সিরিজ বিনামূল্যে দেখুন, বাচ্চাদের সামনে একদম না

mastram part 3 ঝলক সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। দেখা গেছে, এক পুলিশ অফিসার মহিলার সাথে তাঁর পুরনো একটি জানা শোনা মানুষের সম্পর্ক তৈরি হয়েছে। দুজনের সম্পর্ক একপ্রকার মাখো মাখো দেখা গেছে।