কোমল রঙ্গিলি নাচতে নাচতে শরীর থেকে চুন্নি সরিয়ে স্টেজে বোল্ড কায়দায় নাচ দেখালেন, কাণ্ড দেখে অবাক সকলেই

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই সময়ে। ডিজিটাল দুনিয়াতে এখন আট থেকে আশি সকলের সাথী হয়েছে। অপরদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছেন।

আবার বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। নানান রকমের ভিডিও অথবা ছবি সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে নানান ভাবে অর্থ উপার্জন করছেন।

আরও পড়ুন -  Sunita Baby: সুনিতা বেবি বোল্ড পারফর্ম করে সোশ্যাল মিডিয়া কাঁপালেন

যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা জানেন।

ইন্ডাস্ট্রি সম্বন্ধে সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জেনে গেছেন। তাঁর দেশি স্টাইলে ঠুমকার মাধ্যমে লাখ লাখ নেটিজেনের মন জয় করেছে। সিংহভাগ পুরুষ নেটিজেন স্বপ্না চৌধুরীর ফ্যান। নতুন করে এবার হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন কোমল রঙ্গিলি।

আরও পড়ুন -  Gori Nagori: মঞ্চে উঠে পড়লেন ভক্তরা গোরি নাগরীর ডান্স শুরু হতেই, ভিডিও দেখে নিন

হরিয়ানভি ড্যান্স দুনিয়াতে স্বপ্না চৌধুরী আসতে আসতে ফিকে হচ্ছে। এখন সেই জায়গা দখল করছে কোমল রঙ্গিলি। সম্প্রতি কোমলের একটি স্টেজ শো পারফরমেন্স ইন্টারনেটে ব্যাপক ভাইরাল।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে স্টেজ শো করছেন কোমল রঙ্গিলি। তাঁর গানের তালে তালে রঙিন মেজাজ মাতাল করে তুলেছে দর্শকদের। সে একটি কমলা রংয়ের লেহেঙ্গা পরে ব্যাপক নাচ করেছেন। নাচের মাঝে পাল্লু নামিয়ে শরীর দেখালেন।

আরও পড়ুন -  Sunita Baby Dance: সেরার সেরা স্টাইলে নাচলেন সুনিতা বেবী, লোকেরা তাকিয়ে রয়েছে

তাঁর সেই কিলার অঙ্গভঙ্গি দেখে ঘাম ঝরেছে উপস্থিত দর্শকদের। সে ‘কেয়ামত কেয়ামত‘ গানে ব্যাপক নাচ করলেন। প্রায় ১২ লাখের বেশি মানুষ ভাইরাল ভিডিওটি দেখে নিয়েছেন। এবার আপনার পালা দেখে নিন।