37 C
Kolkata
Thursday, May 16, 2024

Gold Price Rate: ব্যাপক দাম বাড়লো সোনার, ১০ গ্রাম সোনার দাম জানুন

সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Must Read

Gold Price Rate: ব্যাপক দাম বাড়লো সোনার, ১০ গ্রাম সোনার দাম জানুন।

এখন বিয়ের মরসুম চলছে। তাই সোনার চাহিদা সবচেয়ে বেশি। সেই কারণে সোনার দামেও চলে উঠানামা। ২০২৪ সালের ০২ ফেব্রুয়ারি, বাজারে সোনার দাম আজ স্থিতিশীল থাকলেও রুপোর দামে অল্প পতন দেখা যাচ্ছে।

আজকে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৮,১৫০ টাকা। গতকালের সাথে একই। ২৪ ক্যারেট সোনার দাম আজকে প্রতি ১০ গ্রাম ৬৩,৪৪০ টাকা।গতকালের সাথে একই। অপরদিকে, রুপোর দাম আজকে প্রতি কেজি ৭৫,৫০০ টাকা, গতকালের তুলনায় ২০০ টাকা কম।

আরও পড়ুন -  ৪ দিনের সদ্যজাতকে হাসপাতালে ছেড়ে পালালেন মা। মা করোনা পজিটিভ

সোনার দাম নির্ভর করে নানান কারণে।যেমন আন্তর্জাতিক বাজার, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য, চাহিদা ও সরবরাহ ইত্যাদি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল থাকায় দেশীয় বাজারে সেই রকম পরিবর্তন দেখা যাচ্ছে না। উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি ও ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। ২২ ক্যারেট সোনায় ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রূপা, দস্তা মিশিয়ে গহনা তৈরি করা হয়। আবার ২৪ ক্যারেট সোনা বিলাসবহুল।

আরও পড়ুন -  Web Series: প্রাক্তন প্রেমিকের সাথে শারীরিক খেলায় মাতলেন যুবতী, একদম ভুলেও বাচ্চাদের সামনে দেখা যাবে না

বিশেষজ্ঞরা মনে করছেন, কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন।

আরও পড়ুন -  Mamata Banerjee on 6th Pay Commission: সরকারি কর্মীদের নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মহার্ঘ ভাতা আন্দোলনের মাঝেই

Latest News

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম।  মানুষ ঝুঁকিহীন বিনিয়োগে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img