Janhvi Kapoor: ব্লাউজ ছাড়াই ক্যামেরার সামনে জাহ্নবী

Published By: Khabar India Online | Published On:

এখন তরুণ নতুন প্রজন্মেরই রমরমা বলিউডে (Bollywood) দুনিয়ায়। নামীদামী তারকাদের সন্তানরা এখন দাপিয়ে বেড়াচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ‘স্টার কিডস’ (Star Kids) তকমা পেলেও তাঁদের অভিনয় দক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

বলিউডের তরুণ প্রজন্মের কথা উঠলে জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) নাম উঠে আসা স্বাভাবিক। প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী। ২০১৮ সালে ধর্মা প্রোডাকশনের ছবি ‘ধড়ক’ এর হাত ধরে বলিউডে পা ফেলে ছিলেন।

আরও পড়ুন -  Idhika Paul: ধারাবাহিক ‘পিলু’-র ইধিকা, অভিনেত্রীর বাস্তব পরিচয়

কিন্তু মা শ্রীদেবী দেখে যেতে পারেননি মেয়ের ডেবিউ। প্রয়াত মায়ের আশীর্বাদ সাথে নিয়েই অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন জাহ্নবী।

প্রথম ছবি সাফল্য হয়নি জাহ্নবীর। তা বলে তিনি থেমেও থাকেননি। প্রযোজকরা একের পর এক ছবির প্রস্তাব এনেছেন জাহ্নবীর কথা চিন্তা করে।

‘গুঞ্জন সাক্সেনা; কার্গিল গার্ল’, ‘রুহি’ ও ‘মিলি’র মতো ছবিতে দেখা গিয়েছে। অনুরাগীদের সংখ্যাও কম নেই জাহ্নবীর। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর আলাদাই খ্যাতি আছে। ইনস্টাগ্রামে ২৩ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে জাহ্নবীর। তিনি মাঝে মাঝেই ফটোশুটের ছবি বা রিল ভিডিও শেয়ার করেন তাঁর অনুরাগীদের জন্য। আবার অন্যান্য পেজ থেকেও শেয়ার করা হয় তাঁর ছবি বা ভিডিও।

আরও পড়ুন -  Madhumita Sarcar: আঁচল খসে পড়তে উন্মুক্ত নাভি, শাড়িতে নেটিজেনদের মুগ্ধ করে দিলেন মধুমিতা

সম্প্রতি জাহ্নবীর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এটি একটি ফটোশুটের ভিডিও। তিনি পর পর পোজ দিয়ে কীভাবে ছবি তোলেন তিনি সেটাই উঠে এসেছে এই ভিডিওতে। কালো ও রূপোলি শাড়ি এবং গোলাপি ফিনফিনে শাড়িতে ধরা দিয়েছেন জাহ্নবী।

আরও পড়ুন -  বলিউডে সুখবর, পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী দিয়া

ব্লাউজ ছাড়া, ঊর্দ্ধাঙ্গে আঁচল জড়িয়ে দাঁড়িয়েছেন ক্যামেরার একে বারে সামনে। জাহ্নবীর এই লাস্যময়ী রূপ দেখে মুগ্ধ হয়েছে তাঁর ভক্তরা।

উল্লেখ্য আগামীতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন জাহ্নবী। ‘আর আর আর’ খ্যাত জুনিয়র এনটিআর এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। সেই ছবিতে জাহ্নবীর লুক প্রকাশ্যে এসেছে।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)