বিকিনিতে সাহসিকতার সীমা ছাড়ালেন পূজা বাত্রা, নায়িকার ছবি দেখে নিন

Published By: Khabar India Online | Published On:

অনিল কাপুর (Anil Kapoor) এবং তব্বু (Tabbu) অভিনীত ফিল্ম ‘ভিরাসত’-এর মাধ্যমে প্রাক্তন ভারতসুন্দরী পুজা বাত্রা (Pooja Batra)-র অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। এখানে প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন পুজা। সেই ফিল্মে সকলের নজর কেড়েছিলেন।

পরপর ফিল্মে অভিনয় করতে শুরু করেন পুজা। এরপর আচমকাই অন্তরালে চলে যান। পিক আওয়ারে পুজার অন্তরালে চলে যাওয়া সেই সময়ে সকলকে অবাক করেছিল।

অনেকেই বিয়ের পর সংসার সামলাতে গিয়ে কেরিয়ার বিসর্জন দেওয়ার ঘটনা অত্যন্ত সামান্য বলে মনে করতেন। সেই পথে হেঁটেছিলেন পুজাও।

আরও পড়ুন -  Short Film: গোপন খেলায় মাতলেন যুবক বন্ধুর স্ত্রীর সাথে, ঘনিষ্ঠ দৃশ্যের শর্ট ফিল্মটি একা একা দেখবেন

তখন তাঁর কাছে আসতে শুরু করেছিল হলিউডের প্রস্তাব। 2002 সালে দীর্ঘদিনের আমেরিকা-প্রবাসী প্রেমিক ডঃ সোনু আহলুওয়ালিয়া (Dr. Sonu Ahluwalia)- কে বিয়ে করে পুজা পাড়ি দেন প্রবাসে। পুজা ভেবেছিলেন, ধীরে ধীরে হলিউডেই গড়বেন নিজের কেরিয়ার।

এদিকে তাঁর স্বামী যথেষ্ট রক্ষণশীল ছিলেন, যেটা বিয়ের আগে বুঝতে পারেননি পুজা। সোনু তাঁকে বাধ্য করেন অভিনয় ছাড়তে। শারীরিক এবং মানসিক নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে, সেই কারণে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন পুজা।

এরপর ফিরে আসেন ভারতে। নতুন করে অভিনয় শুরু করেন পুজা। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে।
পুজা ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন বলিউডে। সেগুলি গুরুত্বপূর্ণ নয়। আবার ধীরে ধীরে অভিনয় থেকে সরে যান পুজা। বর্তমানে একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন।

আরও পড়ুন -  স্টেজ ড্যান্সে পাগল করলো সকলকে, প্রীতি লাথওয়ালের নাচ দেখে শিস দিতে শুরু, VIRAL ভিডিও

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন পুজা। 2019 সালে আবার দ্বিতীয়বার বিয়ে করেছেন। এবার সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা নবাব শাহ (Nawab Shah)-র সঙ্গে।

এখন সোশ্যাল মিডিয়াতে পুজা যথেষ্ট অ্যাকটিভ। সাম্প্রতিক কালে তাঁর বিকিনি পরিহিত ভিডিও নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল।

তিনি ফিনল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে রিসর্টে হট সওনা নেওয়ার পর বরফ ঠান্ডা জলে ডুব দিয়েছিলেন পুজা। এটি ছিল তার ভিডিও। ভিডিওতে পুজার পরনে রয়েছে নীল এবং সাদা রঙের ফ্লোরাল প্রিন্টেড বিকিনি। বিকিনির ডিপ নেকলাইনের জন্য দৃশ্যমান রয়েছে পুজার ক্লিভেজ।

আরও পড়ুন -  Viral: সদ্যোজাতকে কোলে তুলে নিলেন তৃতীয় লিঙ্গের নারী, ভিডিও দেখুন

দীর্ঘদিন পর আবার খোলামেলা রূপে দেখা মিলেছে পুজার। চুলে বাঁধা রয়েছে বান। এখানে মেকআপ করেননি। ঠোঁটে দিয়েছেন গোলাপি রঙের লিপস্টিকে। ডান হাতের দুই আঙুল দিয়ে ‘ভিকট্রি’ দেখিয়ে ঠান্ডা জলে ডুব দিলেন পুজা। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই পুজার এই সৌন্দর্যের প্রশংসায় একেবারে পঞ্চমুখ।