‘২৩ এর শেষে শরীর গরম করা বিনোদন, একদম ভুলে বাচ্চাদের সামনে দেখা যাবে না

Published By: Khabar India Online | Published On:

এই শর্ট ফিল্ম ১৮+ উদ্ধের জন্য। সোশ্যাল মিডিয়ায় রোজ কিছু না কিছু ভাইরাল হচ্ছে। কিন্তু নেটিজেনদের মধ্যেও শর্ট ফিল্মের কদর অন্য পর্যায়ে রয়েছে। বিভিন্ন শর্ট ফিল্মের সাজেশন আমাদের টাইম লাইনে আসে। সাধারণ মানুষ নিজেদের ভাবনার পরিচয় দিয়ে থাকেন বিনোদনের এই মিডিয়ামে।

সেই ধরনের একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা আজ তুলে ধরা হল। কিন্তু এটা একা দেখবেন।

আরও পড়ুন -  Anushka Sharma: অনুষ্কা আন্দুলের মাঠে ক্রিকেট খেললেন স্কুল ড্রেসে, মিডিয়ামহলে চর্চা

এখন খুব বড় দৈর্ঘ্য ভিডিও দেখার চল কমেছে। তার পরিবর্তে জায়গা করেছে ওয়েব সিরিজ দেখা। এর কারণ ওয়েব সিরিজ ছোটো ছোটো পার্ট হয়। যার ফলে যে কোনো সময়ে পছন্দের অংশ সিলেক্ট করে দেখে নেওয়া যায়। বড় সিনেমার ক্ষেত্রে এটা খুব সহজ নয়।

ছোটো পার্ট বা কম সময়ে ভালো বিনোদনের স্বাদ নেওয়ার আর একটা উপায় হল স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। শর্ট ফিল্ম এর কনসেপ্ট নতুন নয়।
বহু ভালো ভালো শর্ট ফিল্ম খুঁজলেই পাওয়া যায়। সেটাও অনেকে পছন্দ করছেন না। সেই জন্য শর্ট ফিল্ম নিয়ে আসা হচ্ছে নতুন কনসেপ্ট নিয়ে। এমন কনসেপ্ট যেটা মানুষ সহজে দেখতে পারবে এবং আনন্দ পাবে।

আরও পড়ুন -  Short Film: কুকীর্তি দেওরের ফাঁকা বাড়িতে বৌদির বেডরুমে, সাহসী শর্টফিল্ম সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে

কথা হচ্ছে যে যার পছন্দের ব্যাপার। প্রত্যেকের পছন্দ আলাদা আলাদা হয়।

অনেকের এই ধরণের কনসেপ্ট এখন পছন্দ হয়। নেট দুনিয়ায় রমরমিয়ে চলে এই ধরণের ভিডিও। বলা বাহুল্য সবার সঙ্গে বসে এইসব ভিডিও না দেখাই ভালো। কারণ এটা একটা অ্যাডাল্ট শর্ট ফিল্ম। নাম হচ্ছে অনাথ।

আরও পড়ুন -  Good News: বাঁধন আনন্দের খবর পেলেন