সেরা নাচ দেখালেন Jamal Kodu গানে, এই ভিডিও দেখলে নেশা লেগে যাবে

Published By: Khabar India Online | Published On:

সেরা নাচ দেখালেন Jamal Kodu গানে, এই ভিডিও দেখলে নেশা লেগে যাবে।

‘অ্যানিমেল’ বক্স অফিসে সব রেকর্ড ভাঙছে। এই ছবিটির শক্তিশালী উদ্বোধনের পর থেকে ছবিটি বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম।

ছবিটির গল্প ও পুরো স্টার কাস্টের শক্তিশালী অভিনয় মানুষের হৃদয় জিতে নিয়েছে। এই বছরের সবচেয়ে বেশি উপার্জনকারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি। রণবীরের সংলাপ, ববি দেওলের নীরব অভিনয়, রণবীরের জীবনে তৃপ্তি ডিমরির আগমন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।

আরও পড়ুন -  রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

সেই সাথে ‘জামাল কুডু’ গানটি ভাইরাল হচ্ছে। নেটিজেনরা এই গানের ওপর দেদার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

‘অ্যানিম্যাল’ ছবিতে আবরারের (ববি দেওল) প্রবেশের সময় তিনি মাথায় গ্লাস নিয়ে নাচ করেন। সেই সময়ে ‘জামাল কুডু’ গানটি বাজানো হয়। এখানে উৎসবমুখর পরিবেশ দেখানো হয়েছে পর্দায়। মাথায় গ্লাস নিয়ে নাচের দৃশ্য দর্শকদের মধ্যে দারুন সাড়া ফেলেছে। আবার অনেকে নিজের মতো করে নাচের ভিডিও শ্যুট করেছে এই দৃশ্যের ওপর।

আরও পড়ুন -  President Shri Ram Nath Kobind: রাষ্ট্রপতি ২০২০-র সাহসিকতা পুরস্কার প্রদান করেছেন

সেই রকম একটি ভিডিও আজকে সকলের সামনে তুলে ধরা হল।

ভিডিওতে দেখতে পাওয়া মেয়েটির অভিব্যক্তিগুলি বেশ সুন্দর। তিনি এক নজরে মানুষের মনোযোগ আকর্ষণ করছেন। তরুণীর নাচের প্রতিটা স্টেপ দেখে অনুমান করা যেতে পারে তিনি পেশায় একজন নৃত্যশিল্পী। তাঁর বহু নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

আরও পড়ুন -  Temperature: তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

সম্প্রতি তিনি ‘জামাল কুডু’ গানটির উপর একটি নাচের রিল তৈরি করেছেন। সেটি ভাইরাল হচ্ছে। তাঁর পোশাক অনেকের চোখে পড়বে।