শ্বেতা শর্মা কালো বিকিনি পরে শার্টের বোতাম খুলে এই পোজ দিলেন, দেখলে ঘামতে শুরু করবেন

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরী গানের ক্রেজ রোজদিন বৃদ্ধি পাচ্ছে ভারতীয় দর্শকদের মধ্যে। বলিউডের সাথে এখনকার সময়ে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

এখন অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। নানান ধরনের ভোজপুরি সিনেমার গানের ভিডিও অথবা ডায়লগ প্রায় সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। যেমন করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায়।

এই ইন্ড্রাস্ট্রিতে কাজ করা অনেক অভিনেত্রী রয়েছেন, যাদের ফ্যান ফলোইং পাহাড় সমান। সেই রকম একজন তারকা হলেন শ্বেতা শর্মা।

আরও পড়ুন -  বাংলা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইয়াস ঘূর্ণিঝড় এর অবস্থা দেখতে, মুখ্যমন্ত্রী থাকবেন ?

ভোজপুরি এই অভিনেত্রী শ্বেতা শর্মা সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের কারণে জনপ্রিয় হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্বেতা শর্মা। প্রায় তিনি তাঁর ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়াতে ফটোশুটের ছবি অথবা বোল্ড কায়দায় ভিডিও বানিয়ে পোস্ট করেন।

আরও পড়ুন -  শ্বেতা শর্মার শরীরে অল্প জামাকাপড়, ভোজপুরি অভিনেত্রীর ভিডিও তোলপাড় করছে নেটদুনিয়া

তাঁর ফ্যানরা রীতিমত পোষ্টে লাইক এবং কমেন্ট করে থাকেন। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, তা নিয়ে রীতিমত হইচই হচ্ছে।

সম্প্রতি পোস্ট করা ভিডিওতে শ্বেতা শর্মাকে দেশী হিপহপ করতে দেখা যাচ্ছে। এই ক্লিপে, শ্বেতা শর্মাকে তাঁর শার্টের বোতাম খুলে দেশি হিপহপ করতে দেখা গেছে।

তাঁর ভক্তরা শ্বেতা শর্মার এমন কিলার স্টাইল দেখে প্রেমে পড়েছেন। কালো বিকিনি পরে শার্টের বোতাম খুলে তিনি কার্ভি ফিগার ফ্লান্ট করেছেন। এই ভিডিও দেখে শীতের সময়ে তাঁর ফ্যানদের ঘাম ঝরছে।

 

View this post on Instagram

 

A post shared by Shweta Sharma (@sshwetasharma411)

এর মধ্যেই প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং প্রায় ৪ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন।

আরও পড়ুন -  এক খুদের দুর্দান্ত নাচ স্বাধীনতা দিবস উপলক্ষে, নেটদর্শকরা বেশ উপভোগ করছেন