Bhojpuri Song: নিয়ন্ত্রণ হারালেন পবন সিং, অক্ষরা সিংকে একা পেয়ে, ঘরের দরজা বন্ধ করে দেখবেন

Published By: Khabar India Online | Published On:

সুপারস্টার দীনেশ লাল যাদব ভোজপুরী সিনেমা জগতের অন্যতম। তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই পরিচিত। তাঁর ছবি ইউটিউবে আসার পরেই সকলের যেন ঝাঁপিয়ে পড়েন ছবিটি দেখার জন্য।

ছবিটি ভাইরাল হয়ে যায়। কিন্তু নতুন গানই নয়, অনেক পুরনো দিনের ভিডিওগুলো ইউটিউবে থাকে, সেগুলো এখনো বেশ জনপ্রিয়তা আছে। ভোজপুরী সিনেমার জগতে দীনেশ লাল যাদব এক উজ্জ্বল নক্ষত্র।

এখন ভোজপুরী সিনেমাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়। ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন পান্তে।

আরও পড়ুন -  অক্ষরা সিং লজ্জার সীমা ছাড়িয়ে পবন সিংকে রোমাঞ্চ করছেন, ভিডিও ভাইরাল হয়েছে

বোঝা যাচ্ছে, বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে তাঁর ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা বা ভিডিও ইউটিউবে দেওয়ার পরেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়।

আরও পড়ুন -  Sania Mirza-Shoaib Malik: সানিয়ার সংসার ভাঙনের মুখে, শোয়েব মালিক পরকীয়ায় লিপ্ত

তিনি ভোজপুরী সিনেমা জগতের থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট। তাঁর মতন তারকা এই ভোজপুরী সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে সুপার-ডুপার হিট।

পবন সিং এবং অক্ষরা সিং একটি অসাধারণ গান মিডিয়ার ভাইরাল হয়েছে। কিন্তু অনেক পুরনো। বর্তমানেও গানটির যথেষ্ট ক্রেস আছে গানটির কমেন্ট সেকশন বা গানটির লাইক এ গেলেই জানা যাবে।

আরও পড়ুন -  Weather Update: তাপমাত্রার পারদ ছাড়ালো ৪৪ একটি জেলায়, ৪০ ডিগ্রি তাপমাত্রা কবলে ১৪ টি জেলায়, বাংলা হাঁসফাঁস করছে

এই গানটি শুটিং করা হয়েছে সুদুর লন্ডনে। লন্ডনের প্রতিটা জায়গায় এই গানে বেশ সুন্দর বোঝা যাচ্ছে। দুজনের রোমান্স আরো ফুটে উঠেছে। সাধারণত ভোজপুরী এই গান বা নাচ গুলো সাধারণত ভারতের মধ্যেই করা হয়।

‘মা তুঝে সালাম’ সিনেমার ‘লকার মে জাওয়ানি’ গানটি সঙ্গী তাদের মাখোমাখোর রোমান্স মাতিয়ে দিয়েছে দর্শককে। লক্ষ লক্ষ ভিউজ হয়েছে।