Dance Video: ভাইরাল সুন্দরী মেয়ের মনোরম নাচ, ‘কালো জলে কুচলা তলে’ লোকগানে

Published By: Khabar India Online | Published On:

Dance Video: ভাইরাল সুন্দরী মেয়ের মনোরম নাচ, ‘কালো জলে কুচলা তলে’ লোকগানে।

বিগত কয়েক বছর ধরে বলিউড অভিনেতা এবং অভিনেত্রীদের মতন ইন্টারনেটের জগতে ভাইরাল হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করছেন অনেকেই। কিছু সংখ্যক ভিডিও নেটিজেনদের কারণে ট্রেন্ডে পরিণত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

অধিকাংশ মানুষ নিজের সাধারণ জীবনের কর্মকাণ্ডের অংশ আপলোড করছেন এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়।
সুর-তাল-ছন্দ দারুন ভাবে তুলে ধরেছেন সম্প্রতি ইন্টারনেট মাধ্যম তথা ইউটিউবে ভাইরাল হওয়া কয়েক মিনিটের একটি ভিডিও।

আরও পড়ুন -  WWE ম্যাচ দিল্লি মেট্রোর ভিতরেই, মহিলাদের এই রকম লড়াই দেখে যাত্রীরা চমকে গেলেন ( Viral Video)

এই দেখে অবাক করেছে নেটিজেনদের। সুন্দর সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশে ভারতীয় কন্যার পদচারনা দেখে বিস্মিত হয়েছেন নেটভক্তরা। এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রায়ই কোন না কোন ভিডিও ভাইরাল হচ্ছে। এই তালিকার সর্বাগ্রে থাকে ডান্স অথবা পশু পাখিদের ভিডিও।

আরও পড়ুন -  Video: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এই যুবতী অল্প শীতে শর্ট ড্রেসে সাহসী ডান্স, ভিডিও দেখুন

সম্প্রতি তেমনই একটি ভিডিও দৃষ্টি আকর্ষণ করেছে নেটনাগরিকদের। মেয়েটির অসাধারণ নৃত্য কুশলী দেখে মুগ্ধ হয়েছেন বহুজন। কয়েক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, জনপ্রিয় লোকসংগীত “কালো জলে কুচলা তলে”-তে মেয়েটির প্রত্যেকটি পদক্ষেপ নিখুঁত ও চোখে পড়ার মতো।

আরও পড়ুন -  Bhojpuri Song: খেসারি লাল যাদবের এই রকম রোমান্স খুঁজে পাবেন না অন্য কোথাও, ইন্টারনেটে ঝড় তুলেছে এই ভিডিও

Dooars Girl Riya Saha নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। ভিডিওটিতে লাল পেড়ে কালো শাড়িতে রিয়া সাহার লুক পাগল করেছে তাঁর শরীরের সাথে। এই ভিডিওটি ইউটিউবে শেয়ার করার পর থেকে এই পর্যন্ত প্রায় ২০ হাজারের বেশি মানুষ উপভোগ করে নিয়েছেন। ভিডিওটিতে প্রশংসা এবং কমেন্ট করেছেন বহু মানুষ।