উত্তেজক মুহূর্তে ভরা ওয়েব সিরিজটি, প্রিয়জনের সাথে দেখার জন্য আদর্শ

Published By: Khabar India Online | Published On:

এই ওয়েব সিরিজ ১৮ বছরের ঊর্ধ্বের জন্য। এখন ওয়েব সিরিজের (Web Series) জনপ্রিয়তা বেড়েই চলেছে দর্শকদের কাছে। সিনেমার তুলনায় কয়েক মাস পুরনো ওয়েব সিরিজ বেশি জনপ্রিয়তা পাচ্ছে এখন। OTT প্ল্যাটফর্মেই (OTT Platform) সব রকমের কনটেন্ট একত্রে পেয়ে যাওয়াতে ডিজিটাল বিনোদনের খ্যাতি এখন ঊর্ধ্বমুখী।

এখানে রোম্যান্স থেকে শুরু করে কমেডি, হরর এবং থ্রিলার এমনকি অ্যাডাল্ট কনটেন্টও উপলব্ধ সংশ্লিষ্ট কিছু কিছু OTT প্ল্যাটফর্মে।

আরও পড়ুন -  Bold Web Series-নেট দুনিয়ায় আবার ঝড় তুলেছে নতুন এই ওয়েব সিরিজ, বাচ্চাদের সামনে দেখবেন না

দর্শকদের একাংশ অ্যাডাল্ট ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করছেন। বড়পর্দায় এই রকম কনটেন্ট দেখার একাধিক বিধি নিষেধ থাকে। এখানে সেন্সরের কাঁচি এড়িয়ে দর্শকদের মন কামনা পূরণ করতে সক্ষম হয় না প্রায় কোনো সিনেমাই। আবার দিন দিন সেন্সরের নিয়ম কানুন বেড়েই চলেছে।

কিন্তু এই ধরণের গল্পের ক্ষেত্রে ওয়েব সিরিজের উপরেই নির্ভর করতে হয় দর্শকদের। তাদের এই বাড়তে থাকা চাহিদা দেখে কার্যত ব্যাঙের ছাতার মতোই গজিয়ে উঠছে নানান ধরনের OTT প্ল্যাটফর্ম।

আরও পড়ুন -  China Bans: চীনের নিষেধাজ্ঞা, তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর

এই রকম একটি প্ল্যাটফর্ম হল Voovi. ULLU, KOOKU, প্রাইম শট এবং MX player এর মতো OTT প্ল্যাটফর্মগুলি তাড়াতাড়ি নাম করেছে দর্শক মহলে। এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে কোনো ওয়েব সিরিজ আসা মানেই মুহূর্তে ভাইরাল। ইদানিং Voovi অ্যাপও বেশ জনপ্রিয়তা পেয়েছে নেট মাধ্যমে। সম্প্রতি এই প্ল্যাটফর্মটিতে একটি ওয়েব সিরিজের ট্রেলার বেশ চর্চায় উঠেছে।

আরও পড়ুন -  Saudi: সাড়ে ছয় হাজার হজযাত্রী গরমে হিটস্ট্রোকের শিকার, সৌদিতে

এই সিরিজটির নাম ‘পেয়ার ইধার উধার’। ওয়েব সিরিজটির দ্বিতীয় অংশের ট্রেলার প্রকাশিত হয়েছে চার মাস আগে। ট্রেলার থেকেই বোঝা যাচ্ছে, এই সিরিজের প্রতিটি মোড়েই রয়েছে উত্তেজক মুহূর্ত যেটা দর্শকদের একান্ত সময়কে আরও রঙিন করবে।

প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীরা অসাধারণ অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলিকে জীবন্ত করেছেন। ট্রেলারটিতে এখনি ৪২ হাজারের বেশি ভিউ পেয়েছে। Voovi অ্যাপে সাবস্ক্রাইব করলে জনপ্রিয় সিরিজটি দেখতে পারবেন দর্শক ভক্তরা।