বাঙালি বাবু সাজে মদন মিত্র, NX হোটেলে পুজোর খাবারের কমপ্লিট মেন্যু পেশ করলেন

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   বাঙালির রসনা বড়ই বিচিত্র। কলকাতায় বসে বাঙালি ইটালিয়ান খাবার চেখে দেখে। আবার ইজিপ্ট গিয়ে নিখাদ বাঙালি খাবার চায়। সেই বাঙালিকে পুজোর সময় কি কি পদে আপ্যায়িত করা হবে, তা রীতিমতো গবেষণার বিষয়। আজ চিংড়িঘাটার অদূরে NX হোটেল সেই জটিল গবেষণার ঝুলি খুলবে। শুরু থেকে শেষ।

আরও পড়ুন -  Travel: ভ্রমণ করতে পারবেন না আফগান নারীরা, পুরুষ অভিভাবক ছাড়া

আজ NX হোটেলে পুজোর খাবারের কমপ্লিট মেন্যু পেশ হলো বিধায়ক বাঙালি বাবু সাজে মদন মিত্র শুরু থেকে শেষ পর্যন্ত মেন্যু সাজানোর পরামর্শ দিলেন।আজ NX এ উপস্থিত ছিলেন এক গুচ্ছ তারকাদের ভীড়, ডায়েট ভুলে তাঁরাও খাবারের স্বাদ নিলেন।

আরও পড়ুন -  Ration Card: নতুন বছরে রেশন কার্ডধারীদের জন্য কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা, প্রতি পরিবার পাবে ১,০০০ টাকা!