সুনিতা বেবি হট কায়দায় নাচ মঞ্চে, খোলামেলা নাচ করে দেখিয়ে দিলেন স্বপ্না চৌধুরীকে

Published By: Khabar India Online | Published On:

সুনিতা বেবি হট কায়দায় নাচ মঞ্চে, খোলামেলা নাচ করে দেখিয়ে দিলেন স্বপ্না চৌধুরীকে।

সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই ভালো মতো জানেন। তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিভক্তদের মন জয় করেছে। এবার নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পেয়েছেন সুনিতা বেবী। এখন অনেক স্টেজ শোতেই দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম হেরফের হলো কলকাতায়, বাড়লো নাকি কমলো দাম

তাঁর গানের তালে কোমর দোলানো অথবা কিলার এক্সপ্রেশন এর ফ্যান লাখ লাখ মানুষ। সম্প্রতি সুনিতা বেবির একটি স্টেজ শো ভিডিও ব্যাপক ভাইরাল।

হরিয়ানভি ড্যান্সারদের স্টেজ শোতে উপস্তিত হন হাজার হাজার মানুষ। স্টেজ শো এতই ভালো যে সেখানে প্রচুর মানুষ ভিড় করেন। সম্প্রতি সুনিতা একটি স্টেজ শো করেছিল, সেখানে রীতিমত ভিড় উপচে পড়ছিল। সেই স্টেজ শো এর ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন -  Video: এই কান্ড করলেন আম্রপালী প্রকাশ্যে নিরাহুয়ার সাথে, একদম বাচ্চাদের সামনে দেখবেন না

ভিডিওতে দেখা গেছে,সুনিতাকে মাটিতে শুয়ে উপস্থিত লোকজনকে নিয়ন্ত্রণহীন করলেন। তিনি কখনও মাথায় পল্লু নিয়ে নাচছে, কখনও গলায় দুপাট্টা ছাড়াই তার হট লুক নিয়ে তোলপাড় করে দিলেন।

আরও পড়ুন -  Ukrainian and Chinese: ইউক্রেনীয় এবং চীনা প্রেসিডেন্টের মধ্যে প্রথম ফোনালাপ, যুদ্ধ শুরুর পর

‘জিজা তু কারভাদে মেরি সাগাই’ গানে তাঁর নাচ দেখে অবাক হয়েছেন অনেকে।

গানটি গেয়েছেন সোনু। লিরিক্স লিখেছেন বাল্লু। এই ভিডিওটি SUNITA BABY অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। প্রচুর মানুষ ভাইরাল ভিডিওটি দেখেছেন। অনেকে লাইক দিয়েছেন। সাথে অনেকে কমেন্ট করে সুনিতার সৌন্দর্যের প্রশংসায় ভরিয়েছেন।