আম্রপালি ও দীনেশ লালের ভরপুর প্রেম বড় রাস্তায়, পুরনো গানের ভিডিও এখনও চাহিদা রয়েছে

Published By: Khabar India Online | Published On:

আম্রপালি ও দীনেশ লালের ভরপুর প্রেম বড় রাস্তায়, পুরনো গানের ভিডিও এখনও চাহিদা রয়েছে।

এখন বিনোদনের কোনো অভাব নেই। আপনি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার মনের মতন জিনিস। কিন্তু মনোরঞ্জনের জন্য ভোজপুরি গান ভীষণ চাহিদা রয়েছে এখনও। পুরনো হলেও সেই গান মানুষের হৃদয়ে রয়ে গেছে।

এই প্রতিবেদনে সেই রকম একটি গানের খোঁজ পাওয়া গেছে।

আরও পড়ুন -  BHOJPURI: আম্রপালি ও নিরাহুয়ার ‘জাদ কে জুগাদ কাকে জা‘ ভিডিও, ইন্টারনেট জগতে ভাইরাল,রোমান্সে ভরপুর

ভোজপুরি সিনেমা জগতে আম্রপালি ও দীনেশ লাল যাবদের জুটির তুলনা নেই। দুজনে মিলে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। দিয়েছেন একের পর এক হিট গানগুলি। এনাদের এমন অনেক গান বা সিনেমা আছে সেইগুলো মানুষ শুনতে বা দেখতে এখনও পছন্দ করেন।

আরও পড়ুন -  Bhojpuri Song: নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া সামনে একা পেয়ে আম্রপালিকে, বাচ্চাদের সামনে দেখবেন না

তার কারণ তাঁদের কেমিস্ট্রি পুরনো হয় না। অনস্ক্রিন কেমিস্ট্রি এই দুজনের তুলনা হয় না।

আম্রপালি ও দীনেশ লালের প্রচুর গান ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়। কিছু কিছু সিনেমা হট না হলেও সিনেমার গান মানুষের মনে রয়ে গেছে। সেই রকম একটি গান Amrapali Re Kach Kach Khali। এই গানটি ইউটিউবে এখনও খুব জনপ্রিয়।

আরও পড়ুন -  Aadhaar Card: আধার কার্ড আসল না নকল? বাড়িতে বসে চেক করতে পারেন সহজে

গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল বছর দুই আগে। ভিউ পেয়েছে প্রায় ১৭ লক্ষ। প্রচুর লাইক করেছেন। প্রায় ৯ হাজার লাইক পড়েছে এই গানের ভিডিওতে। গানটি সিপাহী সিনেমার। গানের কথা বা লিরিক্স করেছেন শ্যাম দেহাতি। এবার আপনি দেখে নিন।