খুব রোমান্টিক হয়ে উঠলেন মোনালিসা স্বামী বিক্রান্তের সাথে, এই ভিডিও দেখে ভক্তরা চনমনে হলেন– MONALISA HOT VIDEO

Published By: Khabar India Online | Published On:

মোনালিসা অভিনয় জগৎ-এর দারুন পরিচিত নাম। অনেক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রী। বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমে কেরিয়ার শুরু। এখনকার সময়ে বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

বর্তমানে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, আর বলার প্রয়োজন পরে না। অভিনয়ের সাথে জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সঙ্গে চুটিয়ে সংসারও করছেন। তার ঝলক মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

অভিনেত্রী হিসাবে নেটমাধ্যমে আনাগোনা খুব। প্রায়ই নিজের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও তার ভক্ত সংখ্যা নজরকাড়া। তারা অধীর আগ্রহে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক দেখার জন্য।

আরও পড়ুন -  শীতের সকালে অলসতা দূর করতে এই নিয়ম করে দেখুন

নিজের পরিবার এবং স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন। সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেই মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের ভক্তদের কাছে।

কেরিয়ারের শুরুর দিকে অভিনেত্রী ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নিজের স্বামী বিক্রান্তের সাথে একাধিকবার স্ক্রিন শেয়ার করেছেন। অভিনয় করেছেন বহু ছবিতেও। অভিনয় সূত্রেই আসতে আসতে কাছে আসেন দুজন দুজনের সামনে। তারপরে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আরও পড়ুন -  মহানন্দা রেল ব্রিজের ধারে ছিন্নভিন্ন অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ

এখন এই সময়ে তাদের এক পুরানো ছবির জনপ্রিয় গানের ঝলক আবার ভাইরাল হয়েছে একাংশের কাছে।সেই সূত্র ধরে চর্চার আলোয় রয়েছেন তারকা জুটি।

এই গানের ঝলকটি ৮ বছর আগে ‘টি-সিরিজ হামার ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। বিক্রান্ত সিং এবং মোনালিসা অভিনীত জনপ্রিয় ভোজপুরি ছবি ‘প্রেম লীলা’র গানের ঝলক। ঝলকে পর্দার সামনে অভিনেতাকে বাসে বসে থাকতে থাকতেই অভিনেত্রীকে নিয়ে গভীর স্বপ্ন দেখতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  Dance Video: মোনালিসার সাথে অবাক করা রোমান্স করলেন খেসারি লাল যাদব, এইটা দেখলে রাতের ঘুম নষ্ট

স্বপ্ন এর মধ্যে একে অপরের ঘনিষ্ঠ হচ্ছেন দুজনে। এখানে ঝলকে পামেলা জৈনের গাওয়া ‘কাভান জাদু কাইলু’ গানটিই শোনা গেছে। গানের কথা দিয়েছিলেন পেয়ারে লাল যাদব। গানের ভিডিও ৪৪ লাখেরও বেশি মানুষের কাছে চলে গেছে। ভাইরাল হওয়া জনপ্রিয় গানের ঝলকে নিজেদের প্রিয় তারকা জুটিকে দ্বিতীয়বার একসাথে দেখে দারুন খুশি ভক্তমহল।